উপমহাদেশে শান্তি স্থাপনে দুদেশ দৃঢ় ভূমিকা নেবে- রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি বিচারপতি জনাব আবু সাঈদ চৌধুরী এই মর্মে আস্থা প্রকাশ করেন যে, উপমহাদেশে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ-সােভিয়েত মৈত্রী সুদৃঢ় ভূমিকা গ্রহণ করবে। বাংলাদেশকে সােভিয়েত স্বীকৃতি এবং দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রথম বার্ষিকী উপলক্ষে সােভিয়েত প্রেসিডেন্ট নিকোলাই পদগর্নির প্রেরিত এক বাণীর জবাবে সােমবার রাষ্ট্রপতি উপরােক্ত মন্তব্য করেন। তিনি বলেন, পারস্পরিক মর্যাদা ও স্বার্থের ভিত্তিতে এই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে।
মালয়েশীয় হাইকমিশনারের পরিচয় পেশ : মালয়েশীয় হাইকমিশনার জনাব আলী আবদুল্লাহ বঙ্গভবনে রাষ্ট্রপতি বিচারপতি জনাব আবু সাঈদ চৌধুরীর কাছে তার পরিচয়পত্র পেশ করেন। মালয়েশীয় হাই কমিশনারের সাথে আলােচনাকালে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ মালয়েশিয়ার সাথে সৌভ্রাতৃত্বমূলক সম্পর্ক স্থাপনে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, দুই প্রতিবেশি দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ফলে অর্থনৈতিক উন্নয়ন ও শান্তির পথ প্রশস্ত হবে। তিনি বাংলাদেশকে স্বীকৃতি দানের জন্য মালয়েশিয়াকে অভিনন্দন জানিয়ে বলেন, জাতিসংঘে বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রশ্নে মালয়েশিয়া যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে তা প্রশংসনীয়।১০৯
রেফারেন্স: ২৯ জানুয়ারি ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ