You dont have javascript enabled! Please enable it! 1973.01.29 | পাকিস্তানের স্বীকৃতি শান্তি প্রতিষ্ঠার পূর্বশর্ত- রাষ্ট্রপতি | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

পাকিস্তানের স্বীকৃতি শান্তি প্রতিষ্ঠার পূর্বশর্ত- রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি বিচারপতি জনাব আবু সাঈদ চৌধুরী বলেন, উপমহাদেশে শান্তি প্রতিষ্ঠার অন্যতম পূর্বশর্ত হিসাবে বাংলাদেশকে পাকিস্তানের স্বীকৃতি দিতে হবে। কেননা, বাংলাদেশ উপমহাদেশে শান্তি চায়। সােমবার সকালে কায়রাের প্রভাবশালী আধা সরকারি দৈনিক আল আহরামের প্রধান সম্পাদক জনাব হাসনায়েন হেইকলের সাথে তিনি আলােচনা করছিলেন। তিনি বলেন, পাকিস্তান এখনও বাংলাদেশের বাস্তবতাকে স্বীকার করেনি। কিন্তু শান্তির জন্য পথ খুঁজছে। পাকিস্তানে আটক বাঙালিদের বিচার করার হুমকি সম্পর্কে তিনি বলেন, এই হুমকি উদ্দেশ্য প্রণােদিত। এতে করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে সব সৈন্য বাঙালিদের উপর ঘৃণ্যতম নির্যাতন চালিয়েছে সেই সব যুদ্ধবন্দিদের বিনা বিচারে মুক্তির কোনাে সম্ভাবনা নাই।১১১

রেফারেন্স: ২৯ জানুয়ারি ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ