You dont have javascript enabled! Please enable it! 1973.01.28 | একটি সুখী সমৃদ্ধ সমাজ গঠনই বঙ্গবন্ধুর লক্ষ্য | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

একটি সুখী সমৃদ্ধ সমাজ গঠনই বঙ্গবন্ধুর লক্ষ্য

আপনচর, চাঁদপুর। তথ্য ও বেতার মন্ত্রী জনাব মিজানুর রহমান চৌধুরী আজ এখানে বলেন যে, জনগণের দুঃখ-দুর্দশা অবসানের জন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। চাঁদপুর থেকে ৭ মাইল দূরে পদ্মার ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত লােকদের এক বিরাট জনসভায় তিনি ভাষণ দিচ্ছিলেন। সভায় বিগত এক বছরের সরকারের কার্যাবলির বিস্তারিত ব্যাখ্যা করে জনাব চৌধুরী বলেন যে, একটি সুখী এবং সমৃদ্ধশালী সমাজ গঠনই বঙ্গবন্ধু সরকারের মুখ্য উদ্দেশ্য। মন্ত্রী আসন্ন সাধারণ নির্বাচনে বিচক্ষণতার সাথে ভােট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জনান। তিনি বিরােধী রাজনৈতিক দলসমূহের সমালােচনা করে বলেন যে, তারা কেবল ক্ষমতার জন্যই রাজনীতি করে। আন্তর্জাতিক ত্রাণ সংস্থার ডাইরেক্টর ফাদার টিম ফিল্ড উক্ত সভায় ভাষণদান করেন। সভায় ভাষণদানকালে তিনি বলেন, পদ্মা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং তাদের ঘড়বাড়ি নির্মাণের জন্য কোর’ একটি কর্মসূচি গ্রহণ করবে।১০৬

রেফারেন্স: ২৮ জানুয়ারি ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ