You dont have javascript enabled! Please enable it! 1973.01.27 | মিসর বাংলাদেশকে শীঘ্রই স্বীকৃতি দেবে- হেইকল | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

মিসর বাংলাদেশকে শীঘ্রই স্বীকৃতি দেবে- হেইকল

কায়রাের আধা সরকারি দৈনিক ‘আল-আহরাম’ পত্রিকার প্রধান সম্পাদক ও প্রেসিডেন্ট আনােয়ার সাদতের ঘনিষ্ঠ সহচর জনাব হাসনাইন হেইকল শনিবার এখানে বলেন, মিসর শীঘ্রই বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে। আরব বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠার ব্যাপারে তিনি আশাবাদী বলেও অভিমত প্রকাশ করেন। সাত সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতা জনাব হেইকল গণভবনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাৎ করেন এবং প্রায় চল্লিশ মিনিট আলাপ-আলােচনা করেন। গণভবনে জনাব হেইকল সাংবাদিকদের জানান যে, বাংলাদেশের সঙ্গে তার দেশের জনগণের একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে এবং সম্প্রতি বাংলাদেশের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে আলােচনা করে তিনি সন্তুষ্ট হয়েছেন। মিসরীয় সম্পাদক জনাব। হেইকল প্রাক্তন প্রেসিডেন্ট জামাল আবদুন নাসেরের একজন ব্যক্তিগত বন্ধু। তিনি বাঙালিদের ন্যায়সংগ্রামের একজন সমর্থক। স্বাধীনতা সংগ্রামকালেও তিনি তার সমর্থন অব্যাহত রেখেছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন যে, বঙ্গবন্ধুর সঙ্গে তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার পরিস্থিতি সম্পর্কে আলােকপাত করেন। মধ্যপ্রাচ্য সমস্যার সমাধান সম্পর্কে জিজ্ঞাসিত হলে তিনি জানান যে, খুব শীঘ্রই মধ্যপ্রাচ্য সমস্যার সমাধান হবে বলে তিনি মনে করেন। তিনি বলেন, ইসরাইলের হাত থেকে আরব দেশকে মুক্ত করার জন্য দীর্ঘ সংগ্রাম প্রয়ােজন।১০২

রেফারেন্স: ২৭ জানুয়ারি ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ