You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশ-নেপাল যুক্ত ইশতেহার প্রকাশিত

বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীদ্বয় শুক্রবার ঢাকায় আশা প্রকাশ করেছেন যে, উপমহাদেশের দেশগুলাের মধ্যে বাস্তবতার স্বীকৃতির ভিত্তিতে আলাপ-আলােচনার মাধ্যমে উপমহাদেশে স্থায়ী শান্তি অর্জন সম্ভব। নেপালী পররাষ্ট্রমন্ত্রী শ্রী জ্ঞানেন্দ্র বাহাদুর কার্কির বাংলাদেশে তিন দিন সরকারি সফরের সমাপ্তিতে ঢাকা ও কাঠমন্ডু হতে একযােগে প্রকাশিত যুক্ত ইশতেহারে এই আশা প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ ও নেপালি পররাষ্ট্রমন্ত্রী শ্রী জ্ঞান বাহাদুর কার্কি এই মত পােষণ করেন যে, দুই দেশের অর্থনৈতিক উন্নয়নের সুবিধার্থে বাংলাদেশ ও নেপালের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযােগিতা উন্নয়নের বাস্তব ব্যবস্থা গ্রহণ করা উচিত। পররাষ্ট্রমন্ত্রীদ্বয় আন্তর্জাতিক পরিস্থিতি পর্যালােচনা করেন এবং জোট নিরপেক্ষ ও শান্তিপূর্ণ সহঅবস্থানের নীতির প্রতি তাদের বিশ্বাসের কথা দৃঢ়তার সাথে পুনরুল্লেখ করেন। তাঁরা ভিয়েতনাম ঘটনাবলীর গতি পরিবর্তনেও তাঁদের “গভীর স্বস্তি প্রকাশ করেন এবং আশা করেন যে, ভিয়েতনামে শান্তির এক নব দিগন্ত উন্মােচিত হবে। নেপালি পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে, পাকিস্তানে আটক বাঙালিদের প্রশ্ন মানবিক ভিত্তিতে খুব দ্রুত সমাধান হওয়া উচিত। উভয় পররাষ্ট্রমন্ত্রীই পারস্পরিক স্বার্থে যাতায়াত সুবিধা ও বাংলাদেশের ভেতর দিয়ে নেপালে বাণিজ্যিক যাতায়াতের অন্য ব্যবস্থাবলী সম্পন্ন করার ব্যাপারে একমত হয়েছেন।৯৭

রেফারেন্স: ২৬ জানুয়ারি ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!