You dont have javascript enabled! Please enable it!

ভারত ও বাংলাদেশের মধ্যে কোনাে গােপন চুক্তি নেই

নয়াদিল্লি। ভারতে পররাষ্ট্রমন্ত্রী সর্দার শরণ সিং আজ দ্ব্যর্থহীন ভাষায় বলেন যে, ভারত ও বাংলাদেশের মধ্যে কোন গােপন চুক্তি নেই। বাসসের বিশেষ প্রতিনিধি জানান আতাউস সামাদের সাথে এক সাক্ষাৎকারে শ্রী সিং বলেন যে, ভারত এবং বাংলাদেশের সম্পর্ক হচ্ছে দুটি মিত্র প্রতিবেশি রাষ্ট্রের মধ্যকার স্বাভাবিক সম্পর্ক। ১৯৭২ সালের মার্চ মাসে ভারত ও বাংলাদেশের মধ্যে শান্তি, মৈত্রী সহযােগিতা সম্পাদিত চুক্তিটি হচ্ছে একটি সরকারি দলিল। তিনি বলেন যে, বাংলাদেশ ও ভারতের মধ্যকার চুক্তিতে গােপন ধারা বা ব্যবস্থা এবং এর বিরুদ্ধে কোনাে প্রচারণার ভিত্তি নেই। ভারতের উপর পাকিস্তানের আক্রমণের পর উক্ত লিখিত দুটি পত্রে উভয় সরকার ইচ্ছা প্রকাশ করে যে, উভয় দেশের সাধারণ শত্রুকে পরাভূত করার জন্য ভারত এবং বাংলাদেশের জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সর্দার শরণ সিং বলেন যে, পাকিস্তান বাংলাদেশের স্বীকৃতি না দেয়ার ফলেই উপমহাদেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসতে পারছে না। তিনি বলেন, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে স্বাভাবিক অবস্থা স্থাপিত না হলে উপমহাদেশে শান্তি ফিরে আসতে পারে না। পাকিস্তান এই সত্য উপলব্ধি করতে না পারায় স্বাভাবিক সম্পর্ক দ্রুত ফিরে আসতে পারছে না। উপমহাদেশে সাধারণ অবস্থা সম্পর্কে মন্তব্য করতে বলা হলে শ্রী শরণ সিং বলেন, ভারতের কোন কৈান রাজনৈতিক নেতার বক্তব্যের আলােকে যুদ্ধবন্দির প্রশ্নে ভারত সরকারকে তার নীতির কিছু পরিবর্তন করতে হয়েছে। ধারাবাহিকভাবে বিভিন্ন ধারণার ব্যাখ্যা দিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকার না করাই পাকিস্তানের সর্ব বৃহৎ অজ্ঞতা এবং যুদ্ধবন্দি প্রশ্নটি এই প্রতিকূল মনােভাবের জন্যই মীমাংসা হতে পারছে না। যথাশীঘ্র পাকিস্তান এই মনােভাব পরিবর্তন করবে ততশীঘ্রই উপমহাদেশে শান্তি প্রতিষ্ঠা হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তান যদি বাংলাদেশকে স্বীকৃতি দেয় তবে তা বাংলাদেশের প্রতি আনুকূল্য প্রকাশ হবে না। তিনি বলেন, সার্বভৌমত্বের দিক থেকে দুটি দেশ সমান মর্যাদা সম্পন্ন না হলে বাংলাদেশ পাকিস্তানের সাথে আলাপে বসতে পারে না। বাংলাদেশ নেতাদের দাবি ‘সম্পূর্ণ যুক্তিযুক্ত’ বলে ভারত মনে করে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সব জটিল প্রশ্নে ভারতের ক্ষতি সঠিক ভাবেই হচ্ছে এবং অপপ্রচার যাই হােক, মূল স্থান থেকে তা বিচ্যুত হবে না। পাকিস্তানে আটক বাঙালিদের প্রশ্নে সর্দার,শরণ সিং বলেন যে, দেশে যারা আটক সেই দেশের সরকারের দায়িত্ব হলাে তাদের রক্ষা করা। বাঙালিরা যদি ইচ্ছা করে তাহলে তারা দেশে ফিরে যেতে পারে। তাদের কোন অপরাধ নেই এবং তারা পাকিস্তানে আটক হতে পারে না। সম্পর্ক স্বাভাবিকীকরণের ক্ষেত্রে এটিও একটি বড় প্রশ্ন বলে তিনি উল্লেখ করেন।৮৯

রেফারেন্স: ২৩ জানুয়ারি ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!