নির্বাচন নিরপেক্ষ করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ
অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এবং নির্বাচনকালীন সময়ে দেশে শান্তি ও শৃঙ্খলা রক্ষার প্রয়ােজনে পুলিশ, আনছার, বি, ডি, আর, জাতীয় রক্ষী বাহিনী এবং সেনাবাহিনী নিয়ােগ করা হবে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সােমবার একটি উচ্চ পর্যায়ের সম্মেলনে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উক্ত সম্মেলনে ভাষণদানকালে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুনরায় ঘােষণা করেছেন, দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সম্মেলনে দেশের সাধারণ নির্বাচনকালীন সময়ে শান্তি ও শৃঙ্খলা রক্ষা করার বিষয় নিয়ে ব্যাপকভাবে আলােচনা করা হয়েছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের কর্মসূচি সম্পর্কে জ্ঞাত করার উদ্দেশ্যে আগামী ১০ থেকে ১২ ফেব্রুয়ারি ২ দিনব্যাপী ডেপুটি কমিশনার এবং এস, পি,দে’র এক সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হবে। সম্মেলনে অন্যান্যদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আবদুল মান্নান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব জনাব তােফায়েল আহমেদ, সেনাবাহিনীর চিফ অব স্টাফ, বি ডি আর-এর ডাইরেক্টর জেনারেল, পুলিশের ইন্সপেক্টর জেনারেল, রক্ষী বাহিনীর ডাইরেক্টর এবং প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি জনাব রুহুল কুদুসকে চেয়ারম্যান করে একটি শক্তিশালী সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।৮১
রেফারেন্স: ২২ জানুয়ারি ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ