You dont have javascript enabled! Please enable it!

বঙ্গবন্ধুর বিরুদ্ধে যারা কুৎসা রটাচ্ছে তাদের প্রতিহত করুন

চট্টগ্রাম। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আবদুর রাজ্জাক বলেন, যে সমস্ত দুষ্কৃতিকারী বঙ্গবন্ধুর বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে এবং আসন্ন নির্বাচন বানচালে তৎপর রয়েছে, তাদের প্রতিহত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। আজ বিকালে চট্টগ্রাম জেলা আওয়ামী যুব লীগের উদ্যোগে মুজিব পার্কে অনুষ্ঠিত এক জনসমুদ্রে তিনি প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। ভাষণদানকালে জনাব রাজ্জাক দুঃখ প্রকাশ করে বলেন যে, স্বাধীনতা অর্জনের ১ বছরের মধ্যে এক শ্রেণির লােক তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বঙ্গবন্ধু ও তাঁর সরকারের বিরুদ্ধে ভিত্তিহীন প্রচারণা চালিয়ে যেতে শুরু করেছে। তিনি বলেন, তারা বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারছে না এবং পাকিস্তানি আমলে এ দেশের জনগণ যে দুঃখ দুর্দশা ভােগ করছিল, সেটার পুনরাবৃত্তির উদ্দেশ্যে বাংলাদেশকে বন্ধুহীন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। জনাব রাজ্জাক দৃঢ় প্রত্যয়ের সাথে বলেন যে, বাংলাদেশের জনগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুনাম অক্ষুন্ন রাখতে এবং নির্বাচন বানচালকারীদের ষড়যন্ত্র বানচালের জন্য যে কোন ত্যাগ স্বীকারে পিছুপা হবে না। একমাত্র বঙ্গবন্ধুর গতিশীল নেতৃত্বে সমাজতন্ত্র বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের জনগণের অর্থনৈতিক মুক্তি সম্ভব বলে তিনি দৃপ্তকণ্ঠে ঘােষণা করেন। তিনি দেশে গণবিরােধী কার্যকলাপ চালানাের জন্যে মওলানা ভাসানী, অধ্যাপক মােজাফফর আহমদ এবং জনাব আতাউর রহমানের সমালােচনা করেন। জনাব রাজ্জাক বলেন যে, স্বাধীনতা অর্জনে মওলানা ভাসানীর কোন অবদান নেই। কিন্তু তিনি আজ সাড়ে ৭ কোটি বাঙালির ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছেন। তিনি বলেন, মওলানা ভাসানীর কথায় ও কাজে মিল নেই এবং অতীতে বিভিন্ন উপায়ে এদেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। বাংলাদেশের মাটিতে একটি ভারতীয় বা রাশিয়ার সৈন্য আছে কিনা খুঁজে বের করার জন্যে জনাব রাজ্জাক মওলানা ভাসানীর প্রতি চ্যালেঞ্জ প্রদান করেন। তিনি আরও বলেন, বাংলাদেশে ভারতীয় বা রাশিয়ার সৈন্য আছে বলে মওলানা ভাসানী যদি প্রমাণ করতে পারেন, তাহলে আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং কর্মীরা রাজনীতি ছেড়ে দেবে। জনাব রাজ্জাক এদেশের কষ্টার্জিত স্বাধীনতা নস্যাতে সাম্রাজ্যবাদী শক্তির দোসরদের ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে হুঁশিয়ার করে দেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক জনাব এস, এম ইউসুফ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জনাব জাফর আহমদ, জনাব জসিমউদ্দিন আহমদ খান, জনাব রফিকুল হােসেন এবং মিস রাশেদা খানম।৮৩

রেফারেন্স: ২২ জানুয়ারি ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!