বাঙালিদের বিচার করার অধিকার ভুট্টোর নেই
যেসব বাঙালি বাংলাদেশে ফিরে আসতে চায় তাদের বিচার করার কোন বৈধ অধিকার জনাব ভুট্টোর নেই বলে পররাষ্ট্রমন্ত্রী জনাব আবদুস সামাদ জানিয়েছেন। সিলেট থেকে ঢাকা ফিরে মন্ত্রী মহােদয় এনা প্রতিনিধিকে এই কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে প্রায় আড়াই লাখ বাঙালি পাকিস্তানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। বাংলাদেশ সরকার এদেরকে আন্তর্জাতিক মানব কল্যাণ সংস্থার মাধ্যমে পাঠিয়ে দেয়ারও ব্যবস্থা করছে। কিন্তু পাকিস্তানের প্রেসিডেন্ট জনাব ভুট্টো কর্তৃক নিরপরাধ বাঙালিদের বিচার করার দায়িত্বহীন উক্তি প্রকাশ করায় পরিস্থিতির জটিলতা বৃদ্ধি করবে এবং পাকিস্তানি প্রেসিডেন্টের এই দায়িত্বহীন উক্তি প্রকাশের ফলে বাংলাদেশের জনগণ ক্ষিপ্ত হয়ে উঠবে এবং তারা। পাকিস্তানে গমনেচ্ছু ব্যক্তিদের বিচারের দাবি জানাবে বলে তিনি উল্লেখ করেন। পররাষ্ট্রমন্ত্রী জনাব আবদুস সামাদ বলেন, যেসব বাঙালি বাংলাদেশে ফিরে আসতে ইচ্ছা প্রকাশ করেছে, তারা সম্পূর্ণ নিরপরাধ নির্দোষ ব্যক্তি। এই সমস্ত শান্তি প্রিয় বাঙালিরা দোষের বা অপরাধমূলক কোন কাজই করে নাই এবং এরা যুদ্ধ বা অন্য কোন কার্যকলাপের সাথে জড়িত ছিল না বলে তিনি মন্তব্য প্রকাশ করেন। তিনি বলেন যে, ১০০ বেসরকারি বাঙালি কর্মচারী বিচারের ভুট্টোর অসঙ্গত ও অন্যায় সিদ্ধান্ত পাকিস্তানের শান্তি প্রিয় লােকেরা কখনই সমর্থন জানাবে না। বরং এই অযৌক্তিক উক্তি প্রকাশে বাংলাদেশের জনগণের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। ভুট্টো অযৌক্তিক ও অসঙ্গত মন্তব্য প্রকাশের মাধ্যমে উপমহাদেশে শান্তি স্থাপনে বিঘ্ন সৃষ্টি করছে বলে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন।৭৫
রেফারেন্স: ২০ জানুয়ারি ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ