You dont have javascript enabled! Please enable it! 1973.01.21 | তােমরাই আমার লালঘােড়া- মুক্তিযােদ্ধাদের প্রতি বঙ্গবন্ধু | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

তােমরাই আমার লালঘােড়া- মুক্তিযােদ্ধাদের প্রতি বঙ্গবন্ধু

দু’লক্ষাধিক মুক্তিযােদ্ধাই আমার লালঘােড়া। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লালঘােড়ার প্রসঙ্গে ব্যাখ্যা করে এই কথা বলেছেন। ঐতিহাসিক সােহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযােদ্ধাদের প্রথম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির ভাষণ দিতে গিয়ে তাঁর লালঘােড়ার কথা ব্যাখ্যা করেন। তিনি বলেন, আমি লালঘােড়ার কথা বলায় অনেকে আঁতকে উঠেছে। তার বিরূপ ব্যাখ্যা ও সমালােচনা করেছে। তাকে পুঁজি করে বক্তৃতার আসর জমিয়েছে। বঙ্গবন্ধু তার ভাষণে সকল বিতর্ক ও সমালােচনার ধুম্রজাল কাটিয়ে আবার দ্ব্যর্থহীন কণ্ঠে ঘােষণা করেন যে, যারা জীবনকে বাজি রেখেই মাতৃভূমি বাংলাকে শত্রুমুক্ত করার জন্য স্বাধীনতার সংগ্রাম করেছিল, তারাই আমার লালঘােড়া। আর বহু ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত স্বাধীনতার বিরুদ্ধে যারা আজ ষড়যন্ত্র করছে, দেশে চুরি, ডাকাতি, হাইজ্যাক, রাহাজানি, কালােবাজারি, মজুতদারী ও চোরাকারবারী করছে, এদের বিরুদ্ধেই আমার এই লালঘােড়া দাবড়ানাে হবে। নির্বাচনের পর মুক্তিযােদ্ধাদের সমাজ বিরােধী শক্তিদেরকে দেশের মাটি থেকে নির্মূল করার অভিযানে নিয়ােজিত করা হবে বলে তিনি উল্লেখ করেন।৭৮

রেফারেন্স: ২১ জানুয়ারি ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ