You dont have javascript enabled! Please enable it!

বঙ্গবন্ধু বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে বদ্ধপরিকর

খুলনা। কৃষি মন্ত্রী জনাব শেখ আবদুল আজিজ এখানে বলেন যে, সরকার বঙ্গবন্ধু ঘােষিত চার নীতি বাস্তবায়নের মাধ্যমে এদেশকে সমৃদ্ধশালী করে গত ৯ মাসে স্বাধীনতা যুদ্ধে দখলদার পাকিস্তানি বাহিনী কর্তৃক ক্ষতিগ্রস্ত লাখ লাখ দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে বদ্ধপরিকর। মন্ত্রী মহােদয় বাগেরহাট মহকুমার মাধবকাঠি ও গােলমাঠে পৃথক পৃথকভাবে দুটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন। জনাব আজিজ আরও বলেন, বঙ্গবন্ধুর সরকার যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনে ঐতিহাসিক কর্মসূচি গ্রহণ করেছেন এবং অতি অল্প সময়ের মধ্যেই সর্বস্তরে উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। এছাড়া সরকার এই অল্প সময়ের মধ্যে একটি সংবিধান রচনা করেছে এবং আগামী ৭ মার্চ দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রী মহােদয় বলেন, সরকার ইচ্ছা করলে আগামী ৫ বছর পর্যন্ত ক্ষমতায় থাকতে পারত। তিনি বলেন, সরকার যেহেতু দেশে গণতন্ত্র বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ সেহেতু নির্বাচনের মাধ্যমে নতুন করে জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসতে চায়। সভাসমূহে ভাষণদান কালে জনাব আজিজ আরও বলেন যে, স্বাধীনতা যুদ্ধ শেষ হয়েছে কিন্তু পুনর্গঠনের সংগ্রাম এখনও অব্যাহত রয়েছে এবং দেশকে সুদৃঢ় অর্থনৈতিক কাঠামাের উপর ভিত্তি করে গড়ে তােলার ব্যাপারে সরকারের সাথে সহযােগিতা করার জন্যে তিনি জনগণের প্রতি আহ্বান জানান। মন্ত্রী এই ব্যাপারে বলেন যে, বিদেশী এজেন্টরা স্বাধীনতা নস্যাতের উদ্দেশ্যে দেশের ভিতরে এবং বাহিরে তৎপর রয়েছে। জনাব আজিজ বলেন, আমেরিকা এবং চীনের মত বিদেশি শক্তি যারা আমাদের স্বাধীনতা যুদ্ধের বিরােধিতা করে বাংলাদেশে গণহত্যা চালানাের ব্যাপারে পাকিস্তানি হানাদারদের সাহায্য করেছিল, তারা আজও আমাদের স্বাধীনতাকে মেনে নিতে পারছে না এবং তাদের দোসরদের মাধ্যমে এদেশের স্বাধীনতাকে বানচাল করার জন্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সমস্ত দোসরদের বাংলাদেশের পবিত্র মাটি থেকে উৎখাত করার জন্যে মন্ত্রী জনগণের প্রতি আহ্বান জানান।৭৩

রেফারেন্স: ১৯ জানুয়ারি ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!