বাংলাদেশ জাতিসংঘের সদস্য না হলে এশিয়ায় শান্তি আসতে পারে না- মি. ও. পি. পালিওয়াল
বিশ্বশান্তি পরিষদে (ডব্লু পিসি) সেক্রেটারি মি. ও. পি. পালিওয়াল বৃহস্পতিবার বলেন যে, বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদভুক্ত না হওয়া পর্যন্ত এশিয়ায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হতে পারে না। জাতীয় প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে ভাষণদানকালে মি. পালিওয়াল উপরােক্ত মত প্রকাশ করেন। তিনি বলেন যে, জাতিসংঘে বাংলাদেশের সদস্য পদ এবং এশিয়ার প্রতিটি রাষ্ট্র কর্তৃক বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতিদানের উপরই এশিয়ার উত্তেজনা স্বাভাবিক অবস্থায় ফিরে আসা নির্ভর করছে। বিশ্বশান্তি পরিষদের প্রেসিডেন্সিয়াল কমিটির সদস্য ও সুইস পার্লামেন্ট সদস্য ড. জন টাকম্যান এবং বিশ্ব শান্তি পরিষদের বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক জনাব আলী আকসাদও এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। এক প্রশ্নের উত্তরে মি. পালিওয়াল বলেন যে, বিশ্ব প্রতিষ্ঠানে বাংলাদেশের সদস্য পদের ব্যাপারে চীন কিছুটা অন্তরায় সৃষ্টি করে থাকলেও বাংলাদেশের অনুকূলে বিশ্ব জনমতের প্রেক্ষিতে চীন শিগগিরই তার মনােভাব বদলাবে বলে তিনি আশা প্রকাশ করেন। পূর্বাহ্নে ড. জন টাকম্যান ঘােষণা করেন যে, বিশ্বশান্তি পরিষদে আসন্ন এশিয়া সম্মেলনে চলতি সালের এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত হবে। তিনি বলেন যে, সম্মেলন এশিয়ার ২০ টি দেশ থেকে তার শতাধিক প্রতিনিধি যােগদান করবেন। এছাড়া আমেরিকা ও আফ্রিকার বন্ধুভাবাপন্ন বিভিন্ন দেশ থেকেও অতিথিরা সম্মেলনে যােগ দিতে পারেন বলে আশা করা যাচ্ছে। তিনি বলেন যে, অন্যান্য দেশের মধ্যে সম্মেলনে প্রধান প্রসঙ্গ হবে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং পশ্চিম এশিয়ার সাম্রাজ্যবাদী হামলার বিরুদ্ধে জনমত গড়ে তােলা। এছাড়া সম্মেলনে এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার উপায় সম্পর্কে আলাপ-আলােচনা হবে। সম্মেলনটিকে সাফল্যমন্ডিত করে তােলার ব্যাপারে বাংলাদেশ সরকার ও বাংলাদেশের জনগণ পূর্ণ সহযােগিতা করবে বলে তিনি আশা প্রকাশ করেন। ড. টাকম্যান সর্বপ্রকার সামরিক চুক্তি বাতিল ও এশিয়া থেকে সাম্রাজ্যবাদীদের দ্বারা প্রতিষ্ঠিত সামরিক ঘাঁটি লােপ করার উপর বিশেষ গুরুত্ব আরােপ করেন। বাংলাদেশে মুক্তিযুদ্ধকালে বিশ্বশান্তি পরিষদের ভূমিকার উল্লেখ করে তিনি বলেন, জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ব্যাপারে শান্তি পরিষদ এখনও বিশ্ব জনমত গঠনের অভিযান চালিয়ে যাচ্ছে। বাংলাদেশকে স্বীকৃতি দানের জন্য পাকিস্তান সরকারের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে ড. টাকম্যান সম্মেলনে জানান।৬৭
রেফারেন্স: ১৮ জানুয়ারি ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ