জাতিসংঘ তথ্যানুসন্ধান মিশনের রিপাের্ট যথাযথভাবে বিবেচিত হবে- বঙ্গবন্ধু
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘ উন্নয়ন কার্যক্রমের উদ্যোগে আয়ােজিত আন্তর্জাতিক পাট সম্মেলনের সাফল্য কামনা করেছেন। গত ১৫ জানুয়ারি এই সম্মেলন শুরু হয়েছে। সম্মেলন উপলক্ষে প্রদত্ত এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন যে, পাট আমাদের অর্থনৈতিক সর্বাধিক গুরুত্বপূর্ণ অঙ্গ। সে কারণে সম্মেলনও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিম্নে বঙ্গবন্ধুর বাণীর পূর্ণ বিবরণ দেয়া হলাে : আমি অত্যন্ত খুশি হয়েছি যে, জাতিসংঘ উন্নতম কার্যক্রম পাট কেনার, তথ্যসমূহের বাজার বাড়ানাের কার্যসূচি প্রণয়নের জন্য ঢাকাকে আন্তর্জাতিক সম্মেলনের স্থান নির্বাচন করেছে। এই উপলক্ষে আমি বিশ্বে বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিবর্গের প্রতি আন্তরিক স্বাগত জানাচ্ছি। জাতিসংঘ সংস্থাসমূহের প্রতিনিধিবর্গের প্রতিও আমি স্বাগত জানাচ্ছি। আমি জানতে পেরেছি যে, পাট সম্পর্কিত জাতিসংঘ তথ্যানুসন্ধানী দল বর্তমান পাট পরিস্থিতির উপরে একটি ব্যাপক রিপাের্ট পেশ করেছেন এবং ভবিষ্যৎ রক্ষার উপর মূল্যবান সুপারিশ করেছে। এ ব্যাপারে আমার কোন সন্দেহ নেই যে, মিশনের রিপোের্ট ও সুপারিশ যথাযথভাবে বিবেচনা করা হবে এবং আপনাদের আলােচনার ফলে বিশ্ব বাজারে পাটের মর্যাদা আরও বৃদ্ধি পাবে। আমি সম্মেলনের সর্বাত্মক সাফল্য কামনা করছি।
নতুন কর্মকর্তা : রবিবার আন্তর্জাতিক পাট সম্মেলনে প্রথম অধিবেশনে একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান ও একজন সম্মেলন প্রস্তুতকারক নির্বাচন করা হয়। নির্বাচিতরা হচ্ছেন বাংলাদেশের জনাব এম এল রহমান চেয়ারম্যান, ভারতের শ্রী বলদেব কুমার ভাইস চেয়ারম্যান এবং নেপালের শ্রী টি, এন পার্থ। সম্মেলনের অধিবেশনে বাংলাদেশ, ভারত, নেপাল ও থাইল্যান্ডের সাব কমিটি গঠন করা হয়।৬৩
রেফারেন্স: ১৭ জানুয়ারি ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ