কলুষমুক্ত সমাজ গড়ার কাজে আত্মনিয়ােগের আহ্বান- তাজউদ্দীন আহমদ
দিনাজপুর। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ রাষ্ট্রীয় ৪টি নীতি যথা জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে বাস্তবায়িত করার জন্য নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আওয়ামী লীগ কর্মীদের প্রতি আহ্বান জানান। সম্প্রতি দিনাজপুর আওয়ামী লীগ অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বক্তৃতাকালে উপরােক্ত আহ্বান জানান। জনাব তাজউদ্দীন আহমদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভবিষ্যতের চারটি নীতি গণতন্ত্র,সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতা ব্যাখ্যা প্রসঙ্গে বলেন যে, সামরিক একনায়কত্বের হাত থেকে স্বাধিকার অর্জন ও গণতন্ত্র ভিত্তিক ও সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার যে সংগ্রাম শুরু হয়েছিল তারই ফলশ্রুতি হিসাবেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়েছে। তিনি বলেন, সরকারের সব দায়িত্ব এক্ষণে জনগণের উপরই বর্তেছে। কারণ জনগণই হচ্ছে রাষ্ট্রের আইনানুগ মালিক। জনাব তাজউদ্দীন আহমদ বলেন, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, অর্থনৈতিক ও ধর্মীয় ক্ষেত্র সম্পূর্ণ কলুষ মুক্ত হবে। প্রতিটি আওয়ামী লীগ কর্মীকে এই আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করতে হবে। তবেই যথাযথ ভাবে দেশে মুজিববাদ কায়েম হবে। পাকিস্তান হানাদার বাহিনী দেশে যে ধ্বংসলীলা ঘটিয়ে গেছে তার বিস্তারিত বিবরণ দিয়ে তিনি বলেন, আপনারা গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ুন এবং দেশের সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নের জন্য এই সরকার যা কিছু করেছে তা তাদের অবহিত করুন। বাংলাদেশ বিরােধী অশুভ চক্রের বিরুদ্ধে। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, জনগণের মধ্যে যারা নানা অপপ্রচার ছড়িয়ে বেড়াচ্ছে আওয়ামী লীগ কর্মীদের তাদের মােকাবেলা করতে হবে। জনগণের সমস্যা সম্পর্কে সরকার সম্পূর্ণ ওয়াকেবহাল রয়েছে এবং তা দূর করার ব্যাপারে সম্ভাব্য সব কিছু করেছে। বঙ্গবন্ধুর প্রতি আন্তরিক শ্রদ্ধা প্রদর্শন করে জনাব তাজউদ্দীন আহমদ আওয়ামী লীগ কর্মীদের এই মহান নেতার পাশে ঐক্যবদ্ধভাবে দণ্ডায়মান হওয়ার আহ্বান জানান।৫০
রেফারেন্স: ১০ জানুয়ারি ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ