You dont have javascript enabled! Please enable it!

দেশের স্বাধীনতা নস্যাতের চেষ্টা চলছে- সৈয়দ নজরুল ইসলাম

কিশােরগঞ্জ। সৈয়দ নজরুল ইসলাম বলেন যে, দেশের ভিতরের ও বাহিরের শত্রুরা আমাদের স্বাধীনতা নস্যাতের চক্রান্তে সক্রিয়। সােমবার ৩ দিন ব্যাপী সফরের উদ্দেশ্যে হেলিকপ্টার থেকে অবতরণের পর পরই তিনি এক বিশাল জনসভায় ভাষণ দিচ্ছিলেন। হেলিকপ্টার থেকে অবতরণের পর পরই এক বিশাল জনতা করতালি ও শ্লোগানে মন্ত্রীকে বিপুলভাবে অভিনন্দন জানিয়ে মঞ্চে নিয়ে আসে।
অতঃপর আওয়ামী স্বেচ্ছাসেবকবাহিনী তাকে গার্ড অব অনার প্রদান করে। মন্ত্রী তার দীর্ঘ বক্তৃতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে দখলদার বাহিনী যে নির্মম অত্যাচার করেছে এবং যুদ্ধোত্তর বাংলাদেশে নিদারুণ অভাবের বর্ণনা দিয়ে বলেন, দেশের সমস্ত সম্পদ সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত অবস্থায় পাওয়া গেছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বর্তমান সরকার এই অবস্থা অনেক অংশে কমিয়ে এনেছে। তিনি আরও বলেন, সরকার খাদ্য ঘাটতি, যােগাযােগ ও অন্যান্য আরও শত সমস্যার সমাধান করেছে। আওয়ামী লীগ সরকার মাত্র ১১ মাস সময়ে জাতিকে একটি সমাজতন্ত্র দিয়ে বিশ্বে এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছে। মন্ত্রী বলেন, আওয়ামী লীগ আরও ৫ বছর ক্ষমতায় না থেকে গণতন্ত্রের ও জনগণের প্রতি শ্রদ্ধাশীল হয়েই মার্চ মাসে নির্বাচন দিয়েছেন। তিনি বলেন, আগামী ৭ মার্চের নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে এবং জনগণ তাদের ইচ্ছানুযায়ী তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। তিনি বিভিন্ন রাজনৈতিক দলকে কাদা ছােড়াছুড়ি না করে সহনশীলতার মনােভাব প্রদর্শনের আহ্বান জানান। তিনি বলেন, যাদের হাতে তাদের কষ্টার্জিত স্বাধীনতা রক্ষা করা সম্ভব হবে তাদের নির্বাচিত করা জনগণেরই দায়িত্ব। সৈয়দ নজরুল বলেন, পলাতক আলবদর, রাজাকার, আল সামস আমাদের কষ্টার্জিত স্বাধীনতা নস্যাৎ করার চেষ্টা চালাচ্ছে। মন্ত্রী জনগণকে ঐ সমস্ত দুষ্কৃতিকারীদের নির্মূল করে দেয়ার জন্য পুলিশ ও রক্ষী বাহিনীকে পূর্ণ সহযােগিতার আহ্বান জানান। তিনি জনগণকে আশ্বাস দিয়ে বলেন, দুষ্কৃতিকারী দমনে রক্ষী বাহিনী ও বিশেষ পুলিশ বাহিনী কিছু দিনের মধ্যেই দেশের প্রতিটি এলাকায় যাবে। মন্ত্রী জনসাধারণের কাছে ঘােষণা করেন, সরকার এর মধ্যে ৩শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। তিনি বলেন, দেশে ৪০টি কাপড়ের কল চালু হয়েছে এবং অচিরেই কাপড়ের অভাব কমে যাবে। রেল যােগাযােগ সম্পর্কে তিনি বলেন, ভৈরব রেল সেতু পূর্ণ স্থাপনের জন্য ইতােমধ্যে বিদেশের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কৃষি উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, সবুজ বিপ্লবকে সফল করার জন্য ও বঙ্গবন্ধুর সােনার বাংলা গড়ার স্বপ্নকে সার্থক করার জন্য পর্যাপ্ত পাওয়ার পাম্প, পাওয়ার টিলার ও অন্যান্য কৃষি যন্ত্রপাতি দেওয়া হচ্ছে।৬৪

রেফারেন্স: ১৭ জানুয়ারি ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!