দুই মাসের মধ্যে পাকিস্তান-যুদ্ধাপরাধীদের বিচার হবে
দেশের আইনমন্ত্রী ড. কামাল হােসেন এখানে বিবিসির সাথে এক সাক্ষাৎকারে বলেন, পাকিস্তান দখলদার বাহিনীর যুদ্ধাপরাধ সম্পর্কে তদন্ত প্রায় শেষ হয়ে গেছে এবং তাদের বিরুদ্ধে বিচার ব্যবস্থা প্রস্তুত করা হচ্ছে। দুই মাসের মধ্যে এই বিচার শুরু হবে বলে তিনি উল্লেখ করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন যে, যুদ্ধাপরাধীদের ও যুদ্ধবন্দিদের মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে। যুদ্ধবন্দিদের মধ্যে যারা অপরাধ করেছে তাদেরই বিচার করা ও শাস্তি দেয়া হবে। পাকিস্তানে আটক বেসামরিক বাঙালি ও সামরিক কর্মচারীদের বিচারের ব্যাপারে পাকিস্তানের অভিপ্রায় প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক বিরােধিতার কাজে ন্যায়বিচারকে অন্যায়ভাবে ব্যবহারের বিরুদ্ধে বিশ্ববিবেক জাগ্রত থাকা উচিত। এর আগে ড. কামাল কমনওয়েলথ আইনমন্ত্রী সম্মেলনে ভাষণ দেন এবং বৃটিশ মন্ত্রী লর্ড ব্যালনিয়ানের সাথে সাক্ষাৎ করেন। তিনি বাংলাদেশ ছাত্র লীগের যুক্তরাষ্ট্র শাখা আয়ােজিত জনসভায় ভাষণ দেন।৬৫
রেফারেন্স: ১৭ জানুয়ারি ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ