You dont have javascript enabled! Please enable it!

দেশকে অবিলম্বে খাদ্যে স্বাবলম্বী করার উপায় উদ্ভাবনে বঙ্গবন্ধুর আহ্বান

নাটোর। আজ এখানে এক উচ্চ পর্যায়ের সম্মেলনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, আমরা যাতে যতশীঘ্র সম্ভব খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারি সেই জন্য আমাদের অবশ্যই উপায় উদ্ভাবনে সচেষ্ট হতে হবে। উত্তরা গণভবনে অনুষ্ঠিত সম্মেলনে রাজশাহী বিভাগের সরকারি কর্মচারিগণ যােগদান করেন। উক্ত গণভবনে বঙ্গবন্ধু অবস্থান করেছেন। যােগাযােগ মন্ত্রী জনাব মনসুর আলী, রিলিফ ও পুনর্বাসন মন্ত্রী জনাব কামারুজ্জামান, শিক্ষামন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী, বিজলী দফতরের মন্ত্রী ড. মফিজ ও পূর্তমন্ত্রী জনাব মতিউর রহমান এই সম্মেলনে উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে সর্বশেষ খাদ্য পরিস্থিতি, কৃষির অবস্থা এবং রাজশাহী বিভাগের আইন-শৃঙ্খলা পরিস্থিত আলােচিত হয়। সম্মেলনে প্রথম খাদ্য পরিস্থিতি সম্পর্কে আলােচনা করা হয়। খাদ্য দফতরের কর্মচারীগণ তাদের নিজ নিজ এলাকার পরিস্থিতির বিবরণ দান করেন। সম্মেলনে এরূপ স্থির হয় যে, খাদ্য চলাচল ব্যবস্থার সমন্বয় সাধনে ব্যাপক অগ্রাধিকার দানের জন্য নির্দেশ দান করা হবে। এরপর এই সম্মেলনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আলােচনা করা হয়। চোর-ডাকাত ও অন্যান্য সমাজ বিরােধীদের নিশ্চিহ্ন করার জন্য তিনি আইন প্রয়ােগকারী সরকারি কর্মচারীদের প্রতি নির্দেশদান করেন। এ ব্যাপারে তিনি বিভিন্ন আইন প্রয়ােগকারী সংস্থার মধ্যে ঘনিষ্ঠ সহযােগিতার উপর গুরুত্ব আরােপ করেন। সুদীর্ঘ সীমান্ত বরাবর চোরাচালান বন্ধ করার ব্যাপারে সেনাবাহিনীর বিস্ময়কর সাফল্যের জন্য তিনি সন্তোষ প্রকাশ করেন। অতঃপর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজশাহী বিভাগের একদল সরকারি কর্মচারীর সাথে সাক্ষাৎ করেন। এবং দেশের লক্ষ লক্ষ লােক জীবনদানের কথা স্মরণ রেখে সােনার বাংলা গড়ে তােলার ব্যাপারে কঠোর শ্রমে ব্ৰতী হওয়ার জন্য তিনি তাদের প্রতি আহ্বান জানান।৪৪

রেফারেন্স: ১০ জানুয়ারি ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!