যাবতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকুন
সিলেট। বিশ্ব সমাজ থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করার জন্য বিভিন্ন মহল থেকে ষড়যন্ত্র চলছে। পররাষ্ট্রমন্ত্রী জনাব আবদুস সামাদ তাদের বিরুদ্ধে সতর্কবাণী উচ্চারণ করেন। আজ অপরাহ্নে রেজিষ্ট্রি ময়দানে প্রতিরােধ দিবস উপলক্ষে এক জনসভায় ভাষণ দানকালে তিনি বলেন, বঙ্গবন্ধুর সরকার সবার সাথে বন্ধুত্ব, কারও প্রতি বিদ্বেষ নাই এই নীতি অনুসারে বাস্তব ভিত্তিক পররাষ্ট্রনীতি অনুসরণের জন্য সংকল্পবদ্ধ। তিনি বলেন, কোন শক্তিই বাংলাদেশের উপর কোন প্রকার প্রভাব বিস্তার অথবা চাপ সৃষ্টির চেষ্টা করলে সরকার তার সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করতে দ্বিধাবোেধ করবে না। তিনি বলেন, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা পুনর্গঠনের জন্য সকল দেশের সাথে বন্ধুত্ব থাকা দরকার এবং এই পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তােলা হচ্ছে। জনাব সামাদ অনুকূল পরিবেশে উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়নের স্বার্থে দেশে শান্তি ও শৃঙ্খলা অক্ষুন্ন রাখার উপর গুরুত্ব আরােপ করেন।৪৫
রেফারেন্স: ১০ জানুয়ারি ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ