ছাত্রদের মধ্যে সামাজিক মূল্যবােধ জাগাতে হবে- তাজউদ্দীন আহমদ
কাপাসিয়া। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন জোর দিয়ে বলেন যে, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার। তবে সেই সঙ্গে ছাত্র সমাজের মধ্যে সামাজিক মূল্যবােধও জাগিয়ে তুলতে হবে। যুব সমাজের উপর আস্থা রেখে তিনি বলেন, যারা মাতৃভূমির জন্য রক্ত দিয়েছে, তারা শক্তির অপচয় করবে না। তাদের আচরণের যেটুকু বিচ্যুতি দেখা যাচ্ছে, তা সামাজিক বলে তিনি উল্লেখ করেন। আজ সকালে তিনি কাপাসিয়া কলেজে কলেজছাত্র ইউনিয়নের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। আদর্শ ছাত্র হিসেবে গড়ে ওঠার জন্যে তিনি ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান। ছাত্র লীগের সদস্যরা নির্বাচনে জয়ী হয়ে এই কলেজ ইউনিয়ন গঠন করেছে। সমবায় মন্ত্রী শামসুল হক, অ্যাটর্নী জেনারেল ফকির শাহাবউদ্দিন আহমদ, এছাড়া কলেজ ছাত্র ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট জনাব মিয়ারুদ্দীন প্রমুখ বক্তৃতা করেন।৪৬
রেফারেন্স: ১০ জানুয়ারি ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ