You dont have javascript enabled! Please enable it! 1972.01.29 | ২৯ জানুয়ারী ১৯৭২ঃ উপজাতীয়দের চাকুরীতে কোটা থাকবে- বঙ্গবন্ধু - সংগ্রামের নোটবুক

২৯ জানুয়ারী ১৯৭২ঃ উপজাতীয়দের চাকুরীতে কোটা থাকবে- বঙ্গবন্ধু

চারু বিকাশ চাকমার নেতৃত্ব এ সাত সদস্য এর উপজাতীয় প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ মুজিবের সাথে সাক্ষাৎ করেন। শেখ মুজিব তাদের দাবী দাওয়ার কথা মনোযোগ সহকারে শুনেন পরে তিনি তাদের বলেন সকল ক্ষেত্রে উপজাতীয়দের ন্যায্য হিস্যা প্রদান করা হবে। তাদের ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষন করা হবে। তিনি বলেন তিনি শীঘ্রই পার্বত্য চট্টগ্রাম সফর করবেন।
নোটঃ চারু বিকাশ চাকমা ১৯৭০ সনে আওয়ামী লীগের টিকেটে জাতীয় পরিষদে নির্বাচন করে হেরে যান।