You dont have javascript enabled! Please enable it!

ঢাকায় দেয়া বঙ্গবন্ধুর ভাষণ

ভিক্ষার উপর বেসিস করে আমার বাংলাদেশের Economy আমি দাঁড় করতে চাই না। আজ ভিক্ষার উপর নির্ভর করতে হয়েছে। ভবিষ্যতের জন্যও তাে কিছু করতে হবে। কিন্তু সমস্ত ভিক্ষার উপর যদি নির্ভর করে হয় সে দেশ কোনদিন জীবনে আত্মসম্মান নিয়ে বেশি দিন বাঁচতে পারে না। সেজন্যই জাতীয় সম্পদ কতটুকু আছে তার উপরে প্ল্যান করে আমার অগ্রসর হতে হবে। ওরে ঐ চটি বই পড়ে সমাজতন্ত্র হয় না। বইয়ের সঙ্গে সঙ্গে দেশের problemও বুঝতে হয়। সমাজতন্ত্র কোন জায়গা থেকে হাওলাত করে আনা যায় না। একেক দেশের সমাজতন্ত্র একেক রকমের হয়েছে। তার মাটি, তার এ্যাটমােসফিয়ার, তার ক্লাইমেট, তার হিউম্যান মেটারিয়ালস সব বিবেচনা করে তারপর সিস্টেম করতে হয়েছে। সেজন্য এক জায়গার সােসালিজম অন্য জায়গাতে চলে না। আমার বাংলাদেশের সােসালিজম হবে, আমার বাঙলার মাটিতে সৃষ্টি হবে বাংলার মানুষের জন্য। আমি কোন জায়গা থেকে ভাড়া করে আনতে চাই না। don’t forget ভুলে যাইয়েন না যে, ডিসিপ্লিন নামে একটা পদার্থ আছে। you must (অস্পষ্ট) আপনাদের অফিসারদের ডিসিপিলিন মানতে হবে। সমাজতান্ত্রিক দেশে খুব বেশি ডিসিপিলিন। এডার (এটার) অর্থ এই নয় যে, স্বাধীনতা পেয়ে গেছি বলে শােষণহীন তা হয় না। ডিসিপিলিন না থাকলে সে জাতি বড় হতে পারে না। ডিসিপিলিন না হলে কোন জাতি বড় হতে পারে না। ইনডিসিপিলিন নেশন জীবনে বার বারই বাধা পায়। ধ্বংসপ্রাপ্ত হয়। সেজন্য সমাজের প্রত্যেক স্তরে স্তরে ডিসিপিলিন থাকতে হবে তা না হলে চলবে না।৩৭

রেফারেন্স: দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!