You dont have javascript enabled! Please enable it!

ক্ষুধা ও দুর্ভিক্ষ থেকে বাংলাদেশের মানুষকে রক্ষার আহ্বান- বিশ্ব জাতিসমূহের প্রতি বঙ্গবন্ধু

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কর্তৃক বাংলাদেশের খাদ্য শস্য সাহায্য দেয়ার ব্যাপারে বিশ্বের জাতি সমূহের কাছে দ্রুত যে আবেদন জানিয়েছেন, তজ্জন্যে ধন্যবাদ জ্ঞাপন করেন। গত রবিবার সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে ভাষণদানকালে প্রধানমন্ত্রী। উপরােক্ত মন্তব্য করেন। বঙ্গবন্ধু জাতিসংঘ এবং বিশ্ব সম্প্রদায়ের কাছে তার আবেদনের পুনরুল্লেখ। করে বাংলাদেশের লক্ষ লক্ষ ক্ষুধার্ত মানুষকে রক্ষার জন্য দ্রুত বিপুল পরিমাণ খাদ্যশস্য সরবরাহের আহ্বান জানান। ঔপনিবেশিক শাসনামলে গত ২০ বছর বাংলাদেশে ১৫ লাখ টন খাদ্য শস্য ঘাটতি ছিল বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, গত ৩ বছর ধরে ঘূর্ণিঝড়, মুক্তিযুদ্ধ ও হানাদার বাহিনীর ব্যাপক ধ্বংসাত্মক কার্যকলাপের ফলে পরিস্থিতির আরও মারাত্মক অবনতি হয়েছে। বঙ্গবন্ধু বিশ্ব সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, এই অবস্থায় বাংলাদেশকে ক্ষুধা ও দুর্ভিক্ষ থেকে রক্ষার জন্য বিপুল পরিমাণ আন্তর্জাতিক সাহায্য প্রয়ােজন। প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের খাদ্য ঘাটতি সম্পর্কে সম্পূর্ণ সজাগ রয়েছে এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য পরিকল্পনা নিয়ে কাজ করছে। তিনি জনগণকে স্মরণ করিয়ে দেন যে, কোন জাতি সাহায্য নিয়ে নিজের মর্যাদা রক্ষা করতে পারে না। তিনি বলেন, আমরা যদি স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে না পারি তবে আমাদের ভবিষ্যৎ বংশধর আমাদের ক্ষমা করবে না।৪০

রেফারেন্স: ৯ জানুয়ারি ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!