You dont have javascript enabled! Please enable it! 1973.01.09 | ছাত্রলীগের কর্মীসভায় দেশি-বিদেশি ষড়যন্ত্র নস্যাতের শপথ গ্রহণ | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

ছাত্রলীগের কর্মীসভায় দেশি-বিদেশি ষড়যন্ত্র নস্যাতের শপথ গ্রহণ

ছাত্রলীগের মগবাজার আঞ্চলিক শাখার উদ্যোগে স্বাপ্নিক সংঘের মাঠে এক বিরাট কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় যাবতীয় দেশি-বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করে গণমানুষের একমাত্র মুক্তির লক্ষ্য মুজিববাদ প্রতিষ্ঠার জন্যে সংগ্রামী শপথ গ্রহণ করা হয়। উক্ত সভায় বক্তৃতাকালে ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির সমাজসেবা সম্পাদক জনাব আবদুস শহীদ খান সেন্টু বলেন, বাঙালির প্রাণপ্রিয় নেতা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বিকল্প নেতৃত্ব সৃষ্টি করার উদ্দেশ্যেই তথাকথিত প্রগতিবাদী ও অতিবিপ্লবী জনতারা অশুভ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাংলার মাটি ও মানুষ চক্রান্তবাজদের কখনাে বরদাশত করবে না। জনাব আবদুস শহীদ খান ভিয়েতনামে মার্কিন সাম্রাজ্যবাদের হামলার নিন্দা করে বীর ভিয়েতনামীদের সংগ্রামের প্রতি একাত্মতা ঘােষণা করে বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর নির্দেশ পেলে ছাত্র লীগের সংগ্রামী সৈনিকরা ভিয়েতনামে গিয়ে মার্কিন হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে। ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক জনাব তাজুল ইসলাম ঐতিহ্যবাহী সংগ্রামী ছাত্র লীগের আদর্শ ব্যাখ্যা করে বলেন, রক্তার্জিত স্বাধীনতা রক্ষার জন্যে ছাত্রলীগ কর্মীরা প্রয়ােজনে শেষ রক্তবিন্দু দানেও কুণ্ঠাবােধ করবে না।৪১

রেফারেন্স: ৯ জানুয়ারি ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ