You dont have javascript enabled! Please enable it! 1973.01.07 | বিধ্বস্ত অর্থনীতির পুনর্গঠনে নিষ্ঠার সাথে কাজ করুন- বঙ্গবন্ধু | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

বিধ্বস্ত অর্থনীতির পুনর্গঠনে নিষ্ঠার সাথে কাজ করুন- বঙ্গবন্ধু

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘােষণা করেন যে, রক্তের বিনিময়ে জনগণ বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে, আর প্রয়ােজন বােধে রক্ত দিয়েই তারা জনগণকে রক্ষা করবে। রবিবার বিকেলে কারিগরি মিলনায়তনে বাংলাদেশ কর্মচারী সংযুক্ত পরিষদের প্রথম জাতীয় সম্মেলনের উদ্বোধনী ভাষণে তিনি উপরােক্ত ঘােষণা করেন। বঙ্গবন্ধু প্রসঙ্গতঃ বলেন, বিগত ২৫ বছর যাবৎ যারা বাংলাদেশকে শােষণ করেছে, আত্মসমর্পণের সময় তারা বাংলাদেশের সব কিছু ধ্বংস করে দিয়ে গেছে, যাতে বাঙালি জাতি আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। সাড়ে সাত কোটি বাঙালি এটাকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছে বলে বঙ্গবন্ধু উল্লেখ করেন। দেশে যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতিকে পুনর্গঠনের উদ্দেশ্যে আন্তরিকতার সাথে কাজ করার ও দায়িত্ব পালনের জন্য বঙ্গবন্ধু সকল কর্মচারীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, জনগণের অর্জিত অর্থে যেহেতু তারা বেতন ভােগ করে থাকেন, সেহেতুে এটাকে হালাল করার জন্য অবশ্যই তাদের কাজ করা উচিত। উচ্চপদস্থ কর্মচারিগণকে নিম্নপদস্থ কর্মচারিগণকে হেয় নজরে না দেখার উপদেশ দিয়ে বঙ্গবন্ধু বলেন, অফিসের শৃঙ্খলা বজায় রাখা এবং উচ্চপদস্থ কর্মচারীদের মেনে চলা নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের। দায়িত্ব ও কর্তব্য। বঙ্গবন্ধু কিছু সংখ্যক পরিশ্রমী, সৎ এবং নিষ্ঠাবান কর্মচারীর প্রশংসা করেন। তিনি বলেন, দেশের সংকট ও সমস্যা কাটিয়ে তােলার জন্য সকল কর্মচারী বঙ্গবন্ধুর সাথে সহযােগিতা করেছেন। ব্যতিক্রম সামান্য। বঙ্গবন্ধু বলেন, হানাদার বাহিনী দেশের সম্পদ লুট করেছে, ধ্বংস করেছে। স্বাধীনতার অব্যবহিত পর পরই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছিল। তথাপি সরকার সকল সংকট কাটিয়ে উঠেছে। কাউকে না খেয়ে মরতে দেয়নি। দেশের খাদ্য সংকটের কারণ ও বিষয় বিশ্লেষণ করে বঙ্গবন্ধু বলেন, বর্তমান বছর ২৫ লাখ টন খাদ্য ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণের উদ্দেশ্যে ১শত কোটি টাকা খাদ্যশস্যের জন্য বিদেশে অর্ডার দেয়া হয়েছে বলে বঙ্গবন্ধু উল্লেখ করেন।৩২

রেফারেন্স: ৭ জানুয়ারি ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ