You dont have javascript enabled! Please enable it! 1972.01.29 | নয়াদিল্লী থিকে ফিরে ঢাকায় তাজ উদ্দিন আহমেদ - সংগ্রামের নোটবুক

২৯ জানুয়ারী ১৯৭২ঃ নয়াদিল্লী থিকে ফিরে ঢাকায় তাজ উদ্দিন আহমেদ

নয়াদিল্লী থেকে ঢাকায় ফিরে এক সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী তাজ উদ্দিন আহমেদ জানান তার নয়াদিল্লী সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। ভারতের প্রজাতন্ত্র দিবসে বাংলাদেশের ১০ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তিনি। ৪ দিনের সফরে তিনি ভারতের প্রধান মন্ত্রী ইন্দিরা গান্ধী, রাষ্ট্রপতি ভিভি গিরি ও ঊর্ধ্বতন সরকারী কর্মকর্তাদের সাথে সফল আলোচনা করেছেন। তার সফর দুই দেশের মৈত্রীর বন্ধনকে আরও জোরালো করবে। তিনি বলেন বাংলাদেশকে সাহায্য দানে অনেক বন্ধু দেশ সারা দিয়েছে। শর্ত অনুকুল থাকলে বাংলাদেশ আন্তজার্তিক অর্থ লগ্নী প্রতিষ্ঠান থেকেও সাহায্য নেবে। উল্লেখ্য বিশ্বব্যাংক প্রধান বর্তমানে ঢাকা সফরে এসেছেন। বিভিন্ন সংস্থার ধারনা মার্চ মাস নাগাদ দেশে দুর্ভিক্ষ দেখা দেবে এমন আশঙ্কার কথা তিনি উড়িয়ে দিয়ে বলেন বাংলাদেশের সীমিত সম্পদ দ্বারাই তা মোকাবেলা সম্ভব।