বিক্ষোভ ও ক্রুদ্ধতা বর্জন করে শান্তির পথ অনুসরণ করুন
পুতিনা, নারায়ণগঞ্জ। ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী জনাব এ, এইচ, এম, কামারুজ্জামান আজ এখানে সকল রাজনৈতিক দলকে বিক্ষোভ ও ক্রুদ্ধতা বর্জন করে শান্তির পথ অনুসরণ করার জন্য আহ্বান জানান। এখান থেকে ২৫ মাইল দূরে পুতিনা হাইস্কুল ময়দানে এক বিরাট জনসভায় ভাষণদানকালে জনাব কামারুজ্জামান বলেন, জনগণকে হত্যা করে ভাল কিছু অর্জন করা সম্ভব নয়। সভায় তিনি বলেন, এক শ্রেণির লােক রয়েছে যারা চীন-আমেরিকার এজেন্ট হিসাবে কাজ করছে। এসব এজেন্টরা আমাদের কষ্টার্জিত স্বাধীনতাকে বানচাল করার চেষ্টা করছে। ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী জাতির ভবিষ্যৎ নেতা হিসাবে চরিত্র গঠনের জন্য দেশের তরুণ সমাজের প্রতি আবেদন জানান। উক্ত সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী। তিনি দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের পাশে সমবেত হবার জন্য জনগণের প্রতি আবেদন জানান। শিক্ষামন্ত্রী বলেন, পাকিস্তান সুসজ্জিত সামরিক বাহিনীর বিরুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে কেবলমাত্র আওয়ামী লীগ সংগ্রাম করে দেশকে স্বাধীন করেছে। শিক্ষামন্ত্রী বলেন যে, শিক্ষা। ব্যবস্থাকে গণমুখী করার চেষ্টা করা হচ্ছে। যাতে দেশের প্রতিটি নাগরিক শিক্ষা গ্রহণের সুযােগ সুবিধা পায়।২৬
রেফারেন্স: ৫ জানুয়ারি ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ