You dont have javascript enabled! Please enable it!

অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সরকারের পদত্যাগ দাবি

মওলানা ভাসানীর নেতৃত্বে গঠিত সর্বদলীয় সংগ্রাম পরিষদের পল্টনের জনসভায় বুধবার বিভিন্ন বক্তা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে দেশে সুষ্ঠু ও অনুকুল পরিবেশ সৃষ্টি করার দাবি জানিয়েছেন। তারা বর্তমান সরকারকে পদত্যাগ করে আগামী নির্বাচন পর্যন্ত একটি সর্বদলীয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানান। গত সােমবার ঢাকাস্থ মার্কিন তথ্য কেন্দ্রের সম্মুখে ভিয়েতনামের জনগণের সমর্থনে মার্কিন বিরােধী বিক্ষোভরত ছাত্রদের উপর পুলিশের গুলি বর্ষণে ছাত্র হত্যার প্রতিবাদ এবং ভিয়েতনামের জনগণের প্রতি সংহতি প্রকাশের উদ্দেশ্যে এ সভার আয়ােজন করা হয়। সর্বদলীয় সংগ্রাম কমিটির সদস্য এবং বাংলাদেশ জাতীয় লীগ প্রধান জনাব আতাউর রহমান খান এ সভায় সভাপতিত্ব করেন। মওলানা ভাসানী অসুস্থতার দরুন সভায় যােগদান করতে পারেননি। তবে তার প্রদত্ত এক বাণী সভায় পাঠ করে শােনানাে হয়। ভাসানী সাহেব তার প্রদত্ত বাণীতে পুলিশী হামলা, গুলি বর্ষণ ও ছাত্র হত্যার তীব্র নিন্দা করেন। দেশে। গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্যে তিনি বাণীতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সর্বদলীয় সংগ্রাম কমিটির প্রণীত ১৫ দফা দাবি নিয়ে তিনি শীঘ্রই আন্দোলন শুরু করবেন বলে বাণীতে উল্লেখ করেন। সভাপতির ভাষণে জনাব আতাউর রহমান খান বলেন, নির্বাচনের পূর্বে সরকারকে পদত্যাগ করে একটি সর্বদলীয় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা উচিত। না হলে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে না। তিনি সরকারের বিভিন্ন কার্যাবলীর সমালােচনা করে বলেন, স্বাধীনতার পর। সরকার জনগণের অভাব অভিযােগ পূরণে ব্যর্থতার পরিচয় দিয়েছে। জনাব খান দাবি করেন যে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে বিরােধী দল জিতবেই। ক্ষমতাসীন সরকার নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ব্যাহত করছে বলে অভিযােগ করেন। ভিয়েতনামের অস্থায়ী বিপ্লবী সরকারকে স্বীকৃতি দান করার জন্যে বাংলাদেশ সরকারের প্রতি আবেদন জানান। তারা যে কোন মূল্যের বিনিময়ে বাংলাদেশ থেকে মার্কিন সাম্রাজ্যবাদের ষড়যন্ত্র প্রতিহত করার জন্যে জনগণের প্রতি আহ্বান। জানান। এই সভায় বক্তৃতা করেন ন্যাপ নেতা আলীম আল রাজী, লেনিনবাদী কমিউনিস্ট নেতা কমরেড নজরুল ইসলাম, বাংলার কমিউনিস্ট পার্টির কমরেড ওসমান গনী, বাংলা জাতীয় লীগ সম্পাদক জনাব অলি আহাদ ও শ্রমিক কৃষক সমাজবাদী দলের খান সাইফুর রহমান। সভায় প্রস্তাব পাঠ ও সভা পরিচালনা করেন ন্যাপ সম্পাদক কাজী জাফর আহমদ।১৪

রেফারেন্স: ৩ জানুয়ারি ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!