You dont have javascript enabled! Please enable it! 1973.01.03 | সুখী ও সমৃদ্ধ সােনার বাংলা গড়ে তুলতে বঙ্গবন্ধুর পাশে সমবেত হােন- এ, এইচ,এম কামারুজ্জামান | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

সুখী ও সমৃদ্ধ সােনার বাংলা গড়ে তুলতে বঙ্গবন্ধুর পাশে সমবেত হােন

লক্ষ্মীপুর, নােয়াখালী। ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী জনাব এ, এইচ,এম কামারুজ্জামান সুখী ও সমৃদ্ধ সােনার বাংলা গড়ে তােলার জন্য জনগণকে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের চারপাশে সমবেত হতে আবেদন জানান। আজ এখানে দুপুরে এক জনসভায় ভাষণদানকালে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সব সময় জনগণের জন্য সংগ্রাম করে এসেছে এবং যতদিন দেশ সবক্ষেত্রে সমৃদ্ধ হয়ে না উঠবে ততদিন এই সংগ্রাম তারা চালিয়ে যাবে। দেশকে সমৃদ্ধ পথে এগিয়ে নিয়ে যাবার জন্য মন্ত্রী জনগণকে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান। তিনি বলেন, দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ দৃঢ় প্রতিজ্ঞ। সমাজতন্ত্র রাতারাতি প্রতিষ্ঠা করা যায় না। আমরা যাতে লক্ষ্যে পৌছাতে পারি সেজন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। মন্ত্রী বলেন, আওয়ামী লীগ কখনও ক্ষমতার জন্য রাজনীতি করেনি। যদি জনগণ তাকে না চায়, তবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না। তিনি বলেন, জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে আওয়ামী লীগ যথাসাধ্য চেষ্টা করছে। তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের পার্টি এবং জনগণের প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে। কামারুজ্জামান বলেন, বাংলাদেশ টিকে থাকবেই এবং পৃথিবীর কোন শক্তিই তাকে ধ্বংস করতে পারবে না। সারা দেশে যারা অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে চলেছে সেসব সমাজ বিরােধী শক্তির শ্লোগানে জনগণ যাতে বিভ্রান্ত হয়ে না পড়ে সেজন্য তিনি আবেদন জানান। তিনি বলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশের পুনর্গঠনে নিজেদেরকে নিয়ােগ করার এটাই হচ্ছে প্রত্যেক নাগরিকের উপযুক্ত সময়। জনাব কামারুজ্জামান কৃষক ও শ্রমিকদের ক্ষেতে ও ফ্যাক্টরীতে উৎপাদন বৃদ্ধি করার জন্য আবেদন জানান। তিনি বলেন, তাহলে দেশ নিজের সম্পদের উপর নির্ভরশীল হবে। কোনাে দেশই নিত্য প্রয়ােজনীয় দ্রব্য যেমন চাল ও অন্যান্য জিনিস অনির্দিষ্টকালের জন্য বিদেশ থেকে আমদানির উপর নির্ভর করতে পারে না। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আত্মনির্ভরশীল অর্থনীতিতে পৌছাতে হবে। মন্ত্রী বলেন যে, জনগণের জন্য বঙ্গবন্ধু রাতদিন কাজ করেছেন এবং দেশের উন্নতির জন্য জনগণের কঠোর পরিশ্রম করে যাওয়া কর্তব্য। তিনি বলেন, জনগণের সমর্থন ও সহযােগিতা ছাড়া কোন জাতি সমৃদ্ধশালী হতে পারে না। তিনি জনগণকে জীবনের প্রতি ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষা করার আবেদন জানান। জনাব কামারুজ্জামান বলেন, আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্য হচ্ছে জনগণের সেবা করা। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের সরকার এবং জনগণের মুখে হাসি ফুটিয়ে তুলতে সে সব সময় চেষ্টা করে যাচ্ছে।১৬

রেফারেন্স: ৩ জানুয়ারি ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ