You dont have javascript enabled! Please enable it! 1973.01.01 | বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে সােভিয়েত সম্ভাব্য সব সাহায্য দেবে- সৈয়দ নজরুল ইসলাম | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে সােভিয়েত সম্ভাব্য সব সাহায্য দেবে- সৈয়দ নজরুল ইসলাম

শিল্পমন্ত্রী জনাব সৈয়দ নজরুল ইসলাম বলেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে সােভিয়েত সরকার সাহায্য করতে আগ্রহী। রবিবার শিল্পমন্ত্রী জনাব সৈয়দ নজরুল ইসলাম সােভিয়েত ইউনিয়নের ৫০তম বার্ষিকীতে যােগদান করে মস্কো থেকে ফিরে এসে ঢাকা বিমান বন্দরে উপরােক্ত কথা বলেন। বিমান বন্দরে মন্ত্রী মহােদয় সাংবাদিকদের সাথে আলােচনাকালে বলেন যে, সােভিয়েত নেতারা বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে সম্ভাব্য সবরকম সাহায্য দিতে প্রতিশ্রুতি দিয়েছেন। হানাদার আমলে বাংলাদেশে যে বিপুল পরিমাণ ক্ষতি সাধিত হয়েছে, সে সম্পর্কে সােভিয়েত নেতারা অবহিত রয়েছেন বলে তিনি জানান। তিনি বলেন, সােভিয়েত নেতাদের সঙ্গে তার আলােচনা ফলপ্রসূ হয়েছে। মস্কোতে তিনি এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং আরব দেশের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেছেন বলে জানান। ঐসব দেশের নেতারা বাংলাদেশের প্রতি সহানুভূতিশীল বলেও তিনি জানান। তিনি বলেন, সােভিয়েত জনগণ উপমহাদেশে এবং এশিয়ার শান্তি কামনা করে। তার সফর সম্পর্কে তিনি বলেন যে, সােভিয়েত ইউনিয়নের বৈজ্ঞানিক কারিগরি উন্নয়নে এবং বিশেষ করে শিল্প ও কৃষি ক্ষেত্রের উন্নতি দেখে তিনি মুগ্ধ হয়েছেন। মস্কোতে আয়ােজিত সােভিয়েত বিপ্লবের ৫০তম বার্ষিকীর অনুষ্ঠানে যােগদান করার জন্য বাংলাদেশ থেকে দুই সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদলের নেতৃত্ব করেন শিল্পমন্ত্রী জনাব নজরুল ইসলাম। প্রতিনিধিদের অপর একজন ছিলেন প্রবীণ সাংবাদিক কে. জি. মােস্তফা। সােভিয়েত ইউনিয়ন সফরকালে প্রতিনিধিদ্বয় তাসখন্দ, সমরখন্দ, লেনিনগ্রাদ পরিদর্শন করেন এবং সেখানকার জনসাধারণ ও নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন। বিমান বন্দরে শিল্পমন্ত্রীকে সংবর্ধনা জানানাের জন্য পররাষ্ট্রমন্ত্রী জনাব আবদুস সামাদ, আইন মন্ত্রী জনাব কামাল হেসেন, বিদ্যুৎ ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রী জনাব মফিজ চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত সােভিয়েত রাষ্ট্রদূত মি. ভি। পােপভ এবং সােভিয়েত ইউনিয়নে বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব শামসুর রহমান উপস্থিত ছিলেন।৩

রেফারেন্স: ১ জানুয়ারি ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ