You dont have javascript enabled! Please enable it! 1969.02.19 | রাজনৈতিক মঞ্চ | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

কলাম
দৈনিক ইত্তেফাক
১৯ ফেব্রুয়ারি ১৯৬৯
রাজনৈতিক মঞ্চ
মোসাফির

দেশের সামগ্রিক পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় ক্ষমতার প্রশ্ন বাদ দিয়া সেই পথ উদ্ভাবনের জন্যই সকল মহলকে আত্ম নিয়োগ করিতে হইবে। বর্তমান পরিস্থিতিতে ইসলাম বিপন্ন, পাকিস্তান বিপন্ন ইত্যাদি পূর্বেকার শ্লোগান কোন কাজে আসিবে না, সে সম্পর্কেও সকলের স্পষ্ট ধারণা থাকা চাই। দেশবাসীর অধিকার প্রতিষ্ঠার জন্য দেশের তরুণরা যে নির্যাতন ভোগ করিতেছে এবং অকাতরে প্রাণ বিসর্জন দিতেছে তাকে যেন কেহ হালকাভাবে গ্রহণ না করেন, সকল মহলের উদ্দেশ্যে বিশেষতঃ সুবিধাবাদী কায়েমী স্বার্থবাদী মহলের উদ্দেশ্যে আমরা দৃঢ় কণ্ঠে সেই সতর্কবাণী উচ্চারণ করিতেছি। আমরা কোন পদপ্রার্থী নই- দেশের মঙ্গল, রাষ্ট্রীয় ব্যবস্থায় দেশবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হউক, এ জন্যই আমরা এ দেশের অগণিত ছাত্র-যুবক, রাজনীতিক ও জনসাধারণের ত্যাগ ও নির্যাতন ভোগের সহযাত্রী।
রাজনীতি ক্ষেত্রে যার সহিত যতই মতভেদ থাকুক না কেন, বাস্তব অবস্থাকে আমরা উপেক্ষা করিব না। শেখ মুজিব ও অন্যান্য নির্যাতিত কর্মীদের সহিত যাঁহার যত বিরোধ থাকুক, বর্তমান পরিস্থিতিতে শেখ মুজিবকে পাশ কাটাইয়া কোন ফলপ্রসূ আলোচনা হইতে পারে তাহা আমরা বিশ্বাস করি না। দেশবাসীর বিশেষ করিয়া পূর্ব পাকিস্তানের নাড়ীর খবর যাঁহারা রাখেন তাঁহারা আমাদের সহিত নিশ্চয়ই একমত হইবেন। মন্ত্রিত্ব বণ্টনের ব্যাপারে আমরা কাহারও পক্ষে ওকালতি করিনা। দেশে গণতন্ত্র তথা জনগণের অধিকার প্রতিষ্ঠিত হইলে জনসাধারণ তাদের প্রতিনিধি নির্বাচন করিবেন। ফাঁক তালে যাহারা মন্ত্রী বা নেতা বনিতে চান তাদের অশুভ পাঁয়তারা আমাদিগকে শঙ্কিত করিয়া তুলিয়াছে। তথাপি আমরা জাতির ভবিষ্যতে বিশ্বাস করি, কেননা এদেশের জনসাধারণের প্রতি আমাদের অগাধ আস্থা রহিয়াছে। আজিকার গণ-সংগ্রাম জয়যুক্ত হইবেই। যে, প্রতিক্রিয়াশীল শক্তি এ দেশের যুবশক্তিকে বিল্লির বাচ্চা বলিয়া উপহাস করিত, তাদের মুখেই আজ চুনকালি পড়িয়াছে, সংগ্রামী জনতার কাফেলা আগাইয়াই চলিয়াছে। কিছু সংখ্যক লোকের ষড়যন্ত্রমূলক কার্যকলাপ সত্ত্বেও আমরা বিশ্বাস করি, দেশের বৃহত্তর স্বার্থে প্রস্তাবিত সম্মেলনকে সাফল্যমণ্ডিত করিবার জন্য সকল প্রকার মান-অভিমানের প্রশ্ন ভুলিয়া সকলেই একাগ্র চিত্তে অগ্রসর হইবেন। ব্যক্তি বা কোটারী স্বার্থকে জাতীয় স্বার্থের উর্ধ্বে স্থান দেওয়া চলে না। যাঁহারা এই ধরনের ধৃষ্টতা প্রদর্শন করিবেন তাঁহারা দেশবাসী হইতে বিচ্ছিন্ন হইয়া পড়িবেন এবং তাঁহাদের জন্য ধিক্কৃত জীবনই অপেক্ষা করিতেছে।

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯