You dont have javascript enabled! Please enable it!

বঙ্গবন্ধু মুক্ত না হওয়া পর্যন্ত অস্ত্র ত্যাগ করব না

ঢাকা, ২৪ ডিসেম্বর-বাংলাদেশ ছাত্র সংগ্রাম কমিটির চারজন নেতা আজ দৃঢ় কণ্ঠে ঘােষণা করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নির্দেশ না পাওয়া পর্যন্ত মুক্তি বাহিনী অস্ত্র ত্যাগ করবে না। ছাত্র নেতারা বলেন, বঙ্গবন্ধু মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম শেষ হবে না। পাক বাহিনীর কবল থেকে শেখ সাহেবকে মুক্ত করে না আনা পর্যন্ত বাঙলাদেশের স্বাধীনতা অসম্পূর্ণ থেকে যাবে। ছাত্রনেতাদের নাম হল নূর-এ আলম সিদ্দিকী, শাজাহান সিরাজ, এ. এস, এম, আব্দুর রব ও আবদুল কুদুস মাখন। ২৫শে মার্চ হানাদার বাহিনী বাঙলাদেশে বর্বর অত্যাচার শুরু করলে ছাত্র সগ্রাম কমিটি ছাত্রদের সংগ্রামে অংশগ্রহণ করতে নির্দেশ দেন। নেতারা মুক্তি বাহিনীতে কত লােক আছেন তা বলতে অস্বীকার করেন। অস্ত্র ত্যাগ না করার সিদ্ধান্ত নেবার অন্যতম কারণ হল সশস্ত্র পাক হানাদার বাহিনী ও তাদের তাবেদাররা এখনও বাংলাদেশে রয়েছে। ছাত্রনেতারাও বলেন বাংলাদেশে পুরােপুরি আইন শৃঙ্খলা ফিরিয়ে আনাই তাদের মুখ্য উদ্দেশ্য।

বিপ্লবী বাংলাদেশ ১: ১৯

২৬ ডিসেম্বর ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!