খুলনায় ২ জন পাক গানবােট চালক খতম
মুজিবনগর, ১৭ সেপ্টেম্বর-খুলনায় হরিনগরে গত ১০ সেপ্টেম্বর বাংলাদেশের গেরিলাদের শক্তিশালী গ্রেনেডের মুখে পড়ে ২ জন পাক গানবােট চালক নিহত হয়। এই খবর দিয়েছেন বাংলাদেশ সরকারের মন্ত্রীসভা।বিলম্বে প্রাপ্ত এক সংবাদে জানা যায়, বরিশালের বানারিপাড়ায় গত ৯ সেপ্টেম্বরে ২৮ জন পাক সেনা এবং রাজাকার মুক্তিবাহিনীর হাতে খতম হয়। এখানে সম্প্রতি একটি পাক সামরিক শিবির খােলা হয়েছে।
সংবাদে বলা হয়েছে, গেরিলারা ওই শিবির সংলগ্ন একটি পুকুর সাঁতার কেটে পাড় হয় এবং গ্রেনেড ও আগ্নেয়াস্ত্র নিয়ে শত্রুসেনার ওপর ঝাঁপিয়ে পড়ে। বাংকার ভেঙে চুরমার করে ফেলা হয়। শত্রুসেনাও খতম করা হয়। এই সংঘর্ষে গেরিলাদের কেউ কেউ আহত হয়।
পি টি আই। ১৮ সেপ্টেম্বর ‘৭১
Reference: ১৮ সেপ্টেম্বর ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা