You dont have javascript enabled! Please enable it!

ব্রাহ্মণবাড়ীয়া দখল করিতে যাইয়া জঙ্গি পাঞ্জাবি কর্নেল নিহত

গত ২৮ মার্চ পাক জঙ্গি সরকারের জনৈক কর্নেল ব্রাহ্মণবাড়ীয়ার মুক্তি সংগ্রামীদের শায়েস্তা করিবার নিমিত্ত। কয়েক গাড়ি বােঝাই পাঞ্জাবি ফৌজ লইয়া কুমিল্লা হইতে অবিরাম গুলি বর্ষণ করতে করিতে ব্রাহ্মণবাড়ীয়া যাইয়া হানা দিলে স্বাধীন বাংলার জোয়ানরা রুখিয়া দাঁড়ায়। কয়েক ঘন্টা সংগ্রামের পর জঙ্গি কর্নেল সাহেব টিক্কা খর ন্যায় অক্কা পাইলে হানাদাররা পলায়ন তৎপর হয়। পলায়মান পাঞ্জাবি রণপুঙ্গবরা ইতঃস্তত ছুটাছুটি করিয়া গ্রামে প্রবেশ করিলে গ্রামের লােকেরা তাহাদিগকে দা, কুড়াল, লাঠি, বল্লম দ্বারা পিটাইয়া হত্যা করে।
ত্রিপুরা
৩১ মার্চ, ১৯৭১ ইং
১৭ চৈত্র, ১৩৭৭ বাংলা