শত্রুমুক্ত ঢাকা স্বাধীন বাংলাদেশের রাজধানী নিয়াজি নিঃসর্তভাবে আত্মসমর্পণে বাধ্য
বৃহস্পতিবার আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত বরিশাল, ১৬ই ডিসেম্বর-পূবের আকাশে রক্তিম আভা নিয়ে দেখা দিয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আক্রমণকারী পাক জল্লাদ বাহিনী আজ সর্তবিহীনভাবে মুক্তিবাহিনীর সাহায্যকারী মিত্রবাহিনীর নিকট আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণ করার সাথে সাথে গণপ্রজাতন্ত্রী ধর্মনিরপেক্ষ বাংলাদেশ শক্রকবল থেকে মুক্ত হল। আজ বিকেল ৪টা ৩১ মিঃ এর সময় পশ্চিম পাকিস্তানের পূর্বাঞ্চলীয় দখলদার বাহিনীর মুখ্য অধিকর্তা লেফটান্যান্ট জেনারেল নিয়াজি মিত্র-বাহিনী ও মুক্তিফৌজের মিলিত বাহিনীর কাছে শর্তহীনভাবে আত্মসমর্পণ করেছে। স্বাধীন বাংলাদেশ আজ দীর্ঘ ২৪ বছরের পশ্চিম পাকিস্তানী ঔপনিবেশিক শােষণের হাত থেকে মুক্ত হয়েছে। স্বাধীন বাংলার রাজধানী হল সদ্যমুক্ত ঢাকা নগরী। ঐতিহাসিক ঢাকা নগরী নবারুণের আলােকে উদ্ভাসিত-বিশ্বের বুকে পরিচয় পেয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাজধানী হিসেবে। পাকিস্তানের পক্ষে আত্মসমর্পণপত্রে স্বাক্ষর করেছেন লেঃ জেঃ নিয়াজি এবং তা গ্রহণ করেছেন মুক্তিফৌজ ও মিত্রবাহিনীর ইস্টার্ণ কম্যান্ডের জি ও সি-ইন-সি লেঃ জেঃ জগজিৎ সিং অরােরা। মুক্তিবাহিনীর অভূতপূর্ব ত্যাগ ও বীরত্বের ফলে দীর্ঘ আট মাস কুড়ি দিন পরে বাংলাদেশ পশ্চিমা হায়নাদের কবল থেকে মুক্ত হয়েছে।
বিপ্লবী বাংলাদেশ । ১ : ১৮
১৯ ডিসেম্বর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯