You dont have javascript enabled! Please enable it!

রাষ্ট্রপতির নিকট মালয়েশীয় ডেলিগেশনের দুঃখ প্রকাশ

রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী পাকিস্তানের বাঙালীদের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাদেরকে অপমানজনক অবস্থায় নিক্ষেপ করা হয়েছে এবং সেখানে তাদের জীবন বিপন্ন বলে বাংলাদেশে আগত প্রথম মুসলিম ডেলিগেশনের নেতা বিচারপতি সৈয়দ আব্দুল আজিজকে জানান। ডেলিগেশন নেতা শনিবার রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন। ইয়াহিয়ার সাঙ্গপাঙ্গরা এদেশে যে গণহত্যায় মেতেছিল, তাকে একটা দেশের অভ্যন্তরীণ ব্যাপার বলে ইসলামীক সেক্রেটেরিয়েটের সেক্রেটারি জেনারেল টিংকু আব্দুর রহমান যে বিবৃতি দিয়েছিলেন এর জন্য গভীর দুঃখ প্রকাশ না করে উপায়ন্তর নেই বলে রাষ্ট্রপতি বিচারপতিকে জানান। মালয়েশিয়া সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এবং ডেলিগেশনের নেতা বিচারপতি সৈয়দ আব্দুল আজিজও দুঃখ অনুভব করেন যে, বাংলাদেশে যখন পাকিস্তানী সশস্ত্র বাহিনী গণহত্যা চালিয়েছিল, তখন মুসলিম দেশগুলো কোন সাহায্যই করতে পারেনি। মালয়েশিয়ার এই প্রতিনিধি দলটি বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার সাথে সাথেই বাংলাদেশ ভ্রমণে এসেছেন। রাষ্ট্রপতি তাদেরকে স্বাগত জানান। বাংলাদেশে ৬ কোটি ৮০ লাখ মুসলমানের বাস, এ কথাটি জেদ্দা সম্মেলনের পররাষ্টমন্ত্রীদের জানিয়ে দেয়ার জন্যে রাষ্ট্রপতি মালয়েশিয়ার প্রতিনিধি দলের নেতা বিচারপতি আজিজকে অনুরোধ করেন।১২৫

রেফারেন্স: ২৭ ফেব্রুয়ারি ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!