You dont have javascript enabled! Please enable it!

বন্ধুদেশ সমূহের প্রধানদের নিকট বঙ্গবন্ধুর বাণী

পাকিস্তানের অবস্থানরত বাঙালিদের ওপর নির্যাতন বন্ধ করা ব্যাপারে পাকিস্তানি কর্তৃপক্ষকে রাজি করানোর উদ্দেশ্যে প্রভাব প্রয়োগের জন্য প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বন্ধু দেশ সমূহের প্রধানদের নিকট আবেদন জানিয়েছেন। শুক্রবার প্রেরিত এক বাণীতে বঙ্গবন্ধু বলেন, প্রতি মুহূর্তে বিভিন্ন সূত্র থেকে (বাঙালিদের ওপর) হামলা-হত্যানুষ্ঠান ও অন্যান্য অত্যাচারের সংবাদ পাওয়া যাচ্ছে। তিনি বলেন, পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে বসবাসরত বাঙ্গালিদের আমি আশঙ্কাজনক খবর পাচ্ছি। সর্বশেষ খবরে জানা যায় যে, উচ্চপদস্থ সরকারি কর্মচারীসহ যে সকল বাঙালি শান্তিপূর্ণভাবে বসবাস করছেন এবং কাজকর্ম করছেন তাদের জোরপূর্বক অজ্ঞাতস্থানে বন্দিশিবিরে আটক রাখা হচ্ছে। প্রতি মুহূর্তে বিভিন্ন সূত্র থেকে যে সকল খবর পাওয়া যাচ্ছে তাতে জানা যায় যে, তাদের ওপর হামলা চালান হচ্ছে, তাদের হত্যা করা হচ্ছে এবং তাদের ওপর অন্যান্য অত্যাচার চালান হচ্ছে। বঙ্গবন্ধু বলেন, পাকিস্তানের বাঙালি অধিবাসীদের ওপর নির্যাতন বন্ধের ব্যাপারে তথাকার কর্তৃপক্ষকে রাজি করানোর জন্য জরুরি বিষয় হিসেবে আপনাদের প্রভাব প্রয়োগের নিমিত্তে আমি আপনাদের নিকট আবেদন জানাচ্ছি। আমার তরফ থেকে আমি বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানিদের জানমালের নিরাপত্তা রক্ষার ব্যাপারে পাকিস্তানি কর্তৃপক্ষের সাথে আলোচনা চালালে আমি কৃতজ্ঞ থাকব।১২০

রেফারেন্স: ২৫ ফেব্রুয়ারি ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!