বঙ্গবন্ধু পাকিস্তানে প্রবাসী বাঙালিদের নিরাপত্তার জন্যে চেষ্টা চালাচ্ছেন
ঢাকা। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানে প্রবাসী বাঙালিদের নিরাপত্তার ব্যাপারে অন্যান্য সরকারের সঙ্গে যােগাযােগ রক্ষা করেছেন। গত দুদিনের মধ্যে তিনি প্রবাসী বাঙালি সামরিক ও বেসামরিক ব্যক্তিদের লাঞ্জনা, অবমাননা ও হয়রানিকর সম্পর্কিত অসংখ্য বার্তা পেয়েছেন। এরই পরিপেক্ষিতে প্রধানমন্ত্রী আজ ঢাকায় অবস্থানরত জাতিসংঘের প্রতিনিধি মি. পল মার্ক হেনরী ও মি, টি হ্যাগেনকে ডেকে পাঠান এবং তাদের সঙ্গে এ ব্যাপারে আলােচনা করেছেন বলে মনে করা হচ্ছে। আলােচনা শেষে জাতিসংঘের কর্মকর্তাগণ বলেন যে, তারা আগামিকাল পুনরায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। আজ প্রত্যুষে প্রবাসী বাঙালি কর্মচারীদের আত্মীয়-স্বজন প্রায় ১শত মহিলা বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের উদ্বিগ্নতার কথা প্রধানমন্ত্রীকে জানান। তারা বঙ্গবন্ধুর কাছে তাদের আত্মীয়স্বজনের দুরবস্থার কথা তুলে ধরেন এবং বলেন যে, তারা খবর পেয়েছেন তাদের প্রবাসী আত্মীয়স্বজনকে নানা ধরনের অত্যাচার ও হয়রানি করা হচ্ছে। সশস্ত্রবাহিনীর লোেকদের তাদের পরিবার থেকে পৃথক করে রাখা হচ্ছে এবং তাদের অনির্দিষ্ট স্থান কিংবা ক্যাম্পে সরিয়ে নেয়া হচ্ছে। মহিলাগণ প্রবাসী বাঙালিদের অবিলম্বে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য বঙ্গবন্ধুর নিকট দাবি জানান।
রেফারেন্স: ২৪ ফেব্রুয়ারি ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ