You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশের স্বীকৃতির প্রশ্নে জাকার্তা অনির্দিষ্টকাল অপেক্ষা করবে না

জাকার্তা। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আদম মালিক বলেন, পাকিস্তান এবং বাংলাদেশের নেতারা জাকার্তা বৈঠকে যদি না আসেন, তাহলে এই দুই দেশের মধ্যে সমঝােতার জন্যে ইন্দোনেশিয়া অন্য পথ দেখবে। তিনি অবশ্য এই অন্য পথটি কি তা খুলে বলেন। তবে পাকিস্তানের প্রেসিডেন্ট ভুট্টোর বিশেষ দূত জনাব গােলাম মােস্তফা যাতে এ সপ্তাহে তার নির্ধারিত জাকার্তা সফর স্থগিত ঘােষণা করার পরে তিনি এ মন্তব্য করেন। জাকার্তায় এটা বিশ্বাস করা হচ্ছে যে, পাকিস্তানি প্রেসিডেন্ট জনাব ভুট্টো এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের মধ্যে জনাব আদম মালিক প্রস্তাবিত বৈঠক অনুষ্ঠানের প্রশ্নে নয়া রাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার আগে এ প্রস্তাবিত বৈঠক হচ্ছে না বলে বাংলাদেশ পররাষ্ট্র দফতরের মুখপাত্রের বিবৃতির প্রশ্নে জনাব গােলম মােস্তফা জাতে তার জাকার্তা সফর স্থগিত রেখেছেন। এই দুই নেতৃত্বের বৈঠকে বিলম্বিত হচ্ছে দৃশ্যতঃ এই প্রেক্ষিতে জনাব মালিক আজ এই আভাস দিয়েছেন যে, বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার ব্যাপারে ইন্দোনেশিয়া অনির্দিষ্ট কাল অপেক্ষা করতে পারে না। নেতৃত্ব বৈঠক যদি অনুষ্ঠিত না হয়, তা হলে আশা করা যাচ্ছে, ইন্দোনেশিয়া বাংলাদেশের স্বীকৃতির প্রশ্নটা আগামি সপ্তহে অনুষ্ঠিতব্য দেশ ইসলামি দেশগুলাের জেদ্দা সম্মেলনের মন্ত্রী পর্যায়ের বৈঠকে উত্থাপন করবে।”

রেফারেন্স: ২২ ফেব্রুয়ারি ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ