টেলিভিশন সাক্ষাৎকারে বঙ্গবন্ধু
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সােমবার এখানে বলেন যে, উপমহাদেশের স্বাধীনতার আগে বাঙালিদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র আর চক্রান্তের পত্তন হয়েছিল আজও তার সমাপ্তি ঘটেনি।ষড়যন্ত্রকারীরা চুপ করে বসে নেই বলে প্রকাশ করে তিনি বলেন যে, সাম্রাজ্যবাদী কুচক্রিরা আজও আমাদের আশে পাশে ঘুরে বেড়াচ্ছে। শহীদ দিবস উপলক্ষে টেলিভিশন সাক্ষাতকারে তিনি উপরােক্ত তথ্য প্রকাশ করেন। বঙ্গবন্ধুর পুরাতন বন্ধু বিশিষ্ট সাংবাদিক জনাব কে জি মােস্তফা এই সাক্ষাৎকার গ্রহণ করেন। বাংগালী দের বিরুদ্ধে কায়েমী স্বার্থবাদীদলের চক্রান্তের ফলে পাকিস্তান সৃষ্টির ইতিহাস পর্যালােচনা করে বঙ্গবন্ধু বলেন যে, পাকিস্তান সৃষ্টির পর পশ্চিম পাকিস্তানিরা যে বাঙালিকে চুষে যাবে, সেটা ১৯৪৭ সালেই টে্র পাওয়া গিয়েছিল। বাংলা ভাষা আন্দোলনের “১৯৫২ সালের স্মৃতি” শীর্ষে আয়ােজিত এই সাক্ষাৎকারে বলেন যে, পাকিস্তানের স্রষ্টা জনাব জিন্নার বাঙালিদের প্রতি কোনাে দরদ ছিল না, তিনি বাংলাদেশ পশ্চিম পাকিস্তানি ও তার ব্যবসায়ী সমাজের একটি উপনিবেশ করতে চেয়েছিলেন। | শেখ মুজিব বলেন যে, ১৯৪৩ সালের দুর্ভিক্ষের সময় জনাব জিন্না একদিনের জন্যও বাংলা মানুষের অবস্থা দেখতে বংলায় পদার্পণ করেন নি। শেখ মুজিব বলেন, পাকিস্তান হবার পরে পরে শােষণকারীরা এবং তাদের অনুচররা ঢাকায় এক সাম্প্রদায়িক গােলমাল ঘটালাে এবং উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার জন্য চেষ্টা করলাে। উদ্দেশ্যটা অত্যন্ত পরিষ্কার ছিল এবং তা হলাে বাঙালিদের নির্মল করা। এর প্রথম পদক্ষেপ হিসেবে তারা আমাদের ভাষা ও কৃষ্টির ওপর হামলা চালানাের জন্যে। তাদের প্রশাসনকে নির্দেশ দিলাে। আমরা জানতাম, এখনই এবং এখানেই ষড়যন্ত্রকারীদেরকে রুখতে হবে, তা না হলে আমাদের জাতির ইতিহাস অন্ধকার হয়ে যাবে। প্রথম গণ-পরিষদে শী ধীরেন দত্ত যখন অন্যতম রাষ্ট্রভাষা করার জন্যে বাংলা ভাষার দাবি করেছিলেন, তখন ষড়যন্ত্রকারীরা এতাে একটি শব্দও উচ্চারণ করেন নি।। | কিন্তু লিয়াকত আলী খান সাহেব যখন বল্লেন যে, বাংলাকে রাষ্ট্রভাষা করলে দেশের পক্ষে তা বিপর্যয় ডেকে আনবে, তখন তাকেই সমর্থন দিলাে। প্রধানমন্ত্রী বলেন, আমরা ছাত্ররা তা ভেবে ছিলাম আমাদের আর একটা স্বাধীনতার সংগ্রাম করতে হবে। আমরা স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু ইয়াহিয়ার সাঙ্গপাঙ্গরা আমাদের মানুষ মেরেছে। ওরা সাংবাদিক, শিক্ষাবিদ, বিজ্ঞানী এবং যুবকদের হত্যা করেছে। আমাদের নতুন করে দেশ গঠন করতে হবে।”
রেফারেন্স: ২১ ফেব্রুয়ারি ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ