You dont have javascript enabled! Please enable it!

আইনগত উপদেশের ছদ্মাবরণে জাতিসংঘ বাংলাদেশের অস্তিত্ব অস্বীকারের চেষ্টা চালিয়ে যাচ্ছে

জাতিসংঘের একটা মহল ‘বাংলাদেশ’ নাম ব্যাবহার না করে বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকারের চেষ্টা চালাচ্ছে। জাতিসংঘ এখনো বাংলাদেশকে ‘ঢাকা এলাকা অভিহিত করেন, আর এ থেকেই উক্ত মহলের দূরভিসন্ধি সুস্পষ্ট হয়ে উঠেছে। নিরাপত্তা পরিষদের ৩টি স্থায়ী সদস্যসহ ৪০টিরও বেশি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিলেও জাতিসংঘ এখনো এ ব্যাপারে অনমনীয় মনোভাব দেখাচ্ছে। রিলিফ কার্য পরিচালনায় জাতিসংঘের নিযুক্ত বিশেষ প্রতিনিধি মি. পল মার্ক হেনরী শুক্রবার জাতিসংঘে এক সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে জাতিসংঘের নীতি ব্যাখ্যা করেন বলে পি টি আই- এর এক খবরে প্রকাশ। জাতিসংঘ মহল থেকে বলা হয় যে, আইনগত উপদেশ হলেও ততদিন বাংলাদেশ জাতিসংঘের অথবা জাতিসংঘের কোনো কমিটিতে সদস্য না হবে ততদিন এটাকে বাংলাদেশ বলা যেতে পারে না। এ ব্যাপারে তাঁর নিজস্ব মতামত কি জিজ্ঞাসা করা হলে পল মার্ক হেনরী বলেন, রাজনৈতিক বিষয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তবে সেখানকার সরকার সবকিছু নিয়ন্ত্রণ করছেন এবং দ্রুত সমস্যাগুলো মোকাবেলায় এগিয়ে যাচ্ছেন। এটা একটা আশ্চর্য ব্যাপার, আর এতে বোঝা যায় যে তাদের লোকজন রয়েছে তাঁরা প্রথম শ্রেণীর গুণ সম্পন্ন।১০২

রেফারেন্স: ১৯ ফেব্রুয়ারি ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!