বাংলাদেশ স্বাধীন ও জোটনিরপেক্ষ নীতি অনুসরণ করবে
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জনাব আব্দুস সামাদ আজাদ বলেন যে, বাংলাদেশের রাষ্ট্রনীতি হবে স্বাধীন জোটনিরপেক্ষ এবং সম্পূর্ণ নিরপেক্ষ। পররষ্ট্রমন্ত্রী তার অফিসে বৃটিশ পার্লামেন্টারী প্রতিনিধিদলের সাথে আলোচনা করছিলেন। তিনি বলেন, যদিও কোনাে রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের ঘৃণা নাই তথাপি যে একটি রাষ্ট্র বাংলাদেশের বাস্তবতাকে মেনে নিচ্ছে না তার চক্রান্ত সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে। জনাব সামাদ মুক্তি সংগ্রামের ব্যাপারে অনুকূল অভিমত সৃষ্টির জন্যে প্রশংসা করেন। ১৯৭০ সালে বৃটেনে বঙ্গবন্ধুকে সাদর সম্বর্ধনা এবং পরে পাকিস্তানি কারাগার থেকে
তার মুক্তির পর তাকে স্বদেশে প্রেরণের ব্যবস্থা করার জন্যে তিনি বৃটেনের জনসাধারণ এবং সরকারকে ধন্যবাদ জানান।
রেফারেন্স: ১৭ ফেব্রুয়ারি ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ