You dont have javascript enabled! Please enable it! 1972.02.10 | ভুট্টো সাহেব আগে স্বীকৃতি পরে কথা – বঙ্গবন্ধু | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

ভুট্টো সাহেব আগে স্বীকৃতি পরে কথা – বঙ্গবন্ধু

ঢাকা। বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাংলাদেশকে সার্বভৌম এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে পাকিস্তানের প্রেসিডেন্ট জেড এ ভুট্টো স্বীকৃতি দেওয়ার পরেই কেবল তার সাথে দেখা করবেন। আজ একজন সরকারি মুখপাত্র বলেন, ভুট্টো সাহেব বঙ্গবন্ধুর সাথে দেখা করার ইচ্ছে প্রকাশ করলে, বঙ্গবন্ধু জবাবে বলেন, ভুট্টো সাহেব বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পরেই কেবল আমি দেখা করব। মুখপাত্রটি বলেন, প্রধানমন্ত্রী ভুট্টো সাহেবের সাথে দেখা করতে, ‘সব ব্যাপারে’ আলোচনা করতে প্রস্তুত; কিন্তু এই নয়া জাতিকে স্বীকার করে নেওয়ার পরই কেবল তা হতে পারে। মুখপাত্রটি পাকিস্তানি প্রেসিডেন্ট বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার আগে তার সাথে বঙ্গবন্ধুর সাক্ষাতের সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন।
এর দরকার কি ছিলঃ পাকিস্তানি প্রেসিডেন্ট জেড এ ভুট্টো বঙ্গবন্ধুর বিচার ও প্রাণদন্ড দেওয়ার জন্য তার পূর্ববর্তী জেনারেল ইয়াহিয়া যে সামরিক আদালত স্থাপন করেছিলেন তা ভেঙে দিয়েছেন বলে জানা গেছে। বেতারে বলা হয়েছে যে, সামরিক আইন বিধি বলে যে সামরিক আদালতটি গঠন করা হয়েছিল, ভুট্টো সাহেব তা উঠিয়ে দিয়েছেন এবং পাকিস্তানির বিরুদ্ধে অভিযোগসহ শেখ সাহেবের বিরুদ্ধে সব অভিযোগগুলোই বাতিল করেছে। গতমাসে পাকিস্তানি কবল থেকে মুক্তির পর বাংলাদেশে ফিরে এসে শেখ সাহেব এই তথ্য প্রকাশ করেন যে, ভারতের বিরুদ্ধে পাকিস্তানের আক্রমণের পরের দিন ৪ ডিসেম্বর সামরিক আদালত তাকে মৃত্যুদন্ড দিয়েছিল। ৪৩

রেফারেন্স: ১০ ফেব্রুয়ারি ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ