You dont have javascript enabled! Please enable it!

সিলেট জেলায় প্রায় সাড়ে ৪ লক্ষ উদ্বাস্তু ফিরেছে

সিলেট। সরকারি এক হ্যান্ড আউটে বলা হয় যে, এ জেলায় ৪ লক্ষ ৪ হাজার ২৪ জন বাস্তুত্যাগী ফিরে এসেছে। এদের নিয়মিতভাবে চাল, ডাল, সরিষার তেল, চিনি, নুন, ছাদের জন্য প্লাস্টিকের ছাউনি, চাদর, বাসন পত্র, তাঁবু, পোশাক-পরিচ্ছদ, গৃহস্থালীর সরঞ্জাম, কম্বল, জ্যাকেট, শাড়ি, ত্রিপল, বাঁশের খুঁটি,প্রভৃতি দেয়া ভচ্ছে। এদের পুনর্বাসনের জন্যে জেলা প্রসাশন কাউন্সিল এবং জেলা প্রশাসন কর্তৃপক্ষ দিনরাত কাজ করে যাচ্ছেন। ৩৫

রেফারেন্স: ৯ ফেব্রুয়ারি ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!