You dont have javascript enabled! Please enable it! 1971.12.17 | বাংলার বুকে তিমির রাত্রির হলাে অবসান - সংগ্রামের নোটবুক

বাংলার বুকে তিমির রাত্রির হলাে অবসান

ঢাকা : গতকাল ৫.১ মিনিটে বাংলাদেশ সম্পূর্ণ শত্রুমুক্ত হয়েছে। বাংলার ঘরে ঘরে স্বাধীন বাংলার পতাকা উড়াবার বিজয় উৎসব শুরু হয়েছে। ঢাকার বুকে আজ বাংলাদেশের পতাকা উড়ছে। ঢাকা এখন একটি স্বাধীন দেশের মুক্ত রাজধানী। বাংলার জনগণ আজ মুক্তির স্বাদ পেল। | পাকবাহিনীর পূর্বাঞ্চলের কমান্ডার নিয়াজীর যুদ্ধ বিরতির আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৫ই ডিসেম্বর থেকে ১৬ই ডিসেম্বর ৯টা পর্যন্ত বিমান হামলা বন্ধ থাকে এবং আলাপ আলােচনার জন্য ভারতীয় বাহিনীর পূর্বাঞ্চলের কমান্ডার মেঃ জেঃ জ্যাকব ঢাকায় আসেন। সেখানে নিয়াজী বিনা শর্তে মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর পূর্বাঞ্চলের কমান্ডার লেঃ জেঃ জগজিৎ সিং অরােরা নিয়াজীর আত্মসর্পণকে গ্রহণ করেছেন। এবং এরই সঙ্গে বাংলার বুকে তিমির রাত্রির অবসান ঘটলাে। বাংলাদেশ সরকার ও ভারত সরকার জেনেভা চুক্তির শর্তাবলী অনুযায়ী আত্মসমর্পিত সৈন্যদের প্রতি সৌজন্যমূলক আচরণের আশ্বাস দিয়েছেন। নরখাদকের পরাজয়ে হল মানবতার জয়। গতকাল হানাদার বাহিনীর আত্মসমর্পন বাংলার তথা বিশ্বের নিপীড়িত জনগণের বিজয়ের নূতন ইতিহাস সৃষ্টি করেছে। আর এর দ্বারা প্রমাণিত হল শক্তি দিয়ে স্বাধীনতাকামী জনগণকে দমন করা যায়  গতকাল বিকেল ৫-১ মিনিটে বিশ্ব-ইতিহাসে একটা নূতন অধ্যায়ের সূচনা হয়েছে। বিশ্বের নিপীড়িত জনগণ আজ আনন্দমুখর। বাঙলার ঘরে ঘরে আনন্দের বান ডেকেছে। বাংলার জনগণের এই  বিজয় বিশ্বের নিপীড়িত শােষিত ও বঞ্চিত মানুষেরই বিজয়। জনগণের ন্যায়সঙ্গত অধিকারকে হরণ করে পৃথিবীর কোন শক্তি টিকে থাকতে পারে না। টিকে থাকতে পারেনি হিটলার, মুসােলিনী, আইকম্যানের দল। টিকে থাকতে পারলাে না নরখাদক ইয়াহিয়া। চির শােষিত বাংলার সাড়ে ৭ কোটি জনগণের উত্তাল তরঙ্গাঘাতে সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদের জারজ সন্তান ইয়াহিয়ার স্বপ্নসৌধ। ভেঙ্গে চুরমার হয়ে গেল। আর সেই সঙ্গে বিশ্ব-সাম্রাজ্যবাদের অবসানের মধ্য দিয়ে বিশ্ব-মানবতার। বিজয় ঘােষিত হলাে।

বাংলাদেশ (৪) ১ : ৮ !

১৭ ডিসেম্বর ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯