বঙ্গবন্ধুর কাছে ভুট্টোর চিঠি
পাকিস্তানের প্রেসিডেন্ট জনাব জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সঙ্গে সাক্ষাৎ করার প্রস্তাব করে একটি চিঠি পাঠিয়েছেন। এই চিঠিতে তিনি পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে বিরোধীয় বিষয়গুলো নিয়ে আলোচনার ইচ্ছে প্রকাশ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সায়েন্স মনিটার পত্রিকার সংবাদদাতার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই তথ্য জানিয়েছেন। রেডিও পাকিস্তানের উদ্ধৃতি দিয়ে ভয়েস অব আমেরিকা বুধবার এ সংবাদ প্রচার করেছে। সংবাদে আরো বলা হয়েছে যে, জনাব ভুট্টো ভারতের সঙ্গেও আমীমাংসিত সমস্যাগুলো সমাধানের আগ্রহ প্রকাশ করেছেন। ৩৪
রেফারেন্স: ৯ ফেব্রুয়ারি ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ