You dont have javascript enabled! Please enable it! 1972.02.06 | বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে সব বাঁধা বিপত্তি কাটিয়ে উঠবে-ইন্দিরা | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে সব বাঁধা বিপত্তি কাটিয়ে উঠবে-ইন্দিরা

কোলকাতা। ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী বলেন, বাংলাদেশ ও ভারত উভয়ই এক সঙ্গে স্বাধীনতা সংগ্রামে জয়লাভ করেছে। এক্ষণে তারা উভয়েই আবার দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রামে জয়লাভ করবে। তিনি বলেন, পাকিস্তানের বর্তমান দুরবস্থা তার জনগণ এবং প্রতিবেশীর বিরুদ্ধে তার ত্রুটিপূর্ণ নীতির ফলশ্রুতি। তার বর্তমান দুঃখপূর্ণ অবস্থার জন্য ভারত অথবা বাংলাদেশ কেউই দায়ী নয়। বাংলাদেশের জনমানুষের ওপর অমানুষিক নির্যাতনের জন্য তা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। শ্রীমতি গান্ধী ব্রিগেড গ্রাউন্ডে বিরাট জনসভায় ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, পাকিস্তানের জনগণের বিরুদ্ধে ভারতের কোন দিন শত্রুতা ছিল না কারণ ভারত সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। পাকিস্তানের যুদ্ধবাজ নীতির উল্লেখ করে তিনি বলেন, কোনো কোনো দেশের সাথে যদি বন্ধুত্ব সেতুপথ নির্মাণ সম্ভব না হয়ে থাকে, তাহলে তা ভারতের দোষে হয় নি। শ্রীমতি গান্ধী বাংলাদেশের মানুষ এবং নেতা শেখ মুজিবুর রহমানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, যোগ্য নেতৃত্বের ফলে বাংলাদেশ যুদ্ধের ক্ষয়ক্ষতি উত্তরণে সমর্থ হবে। বঙ্গবন্ধুর বিরাট নেতৃত্বে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন। জাতির জন্মলগ্নে যে অসুবিধাগুলো দেখা যাচ্ছে, বাংলাদেশ তা কাটিয়ে উঠবে বলে তিনি নিশ্চিত। ১৫

রেফারেন্স: ৬ ফেব্রুয়ারি ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ