You dont have javascript enabled! Please enable it!

সরকারি কর্মচারিদের সম্পর্কে বঙ্গবন্ধু

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মঙ্গলবার অতীতের আমলাতান্ত্রিক মনোভাব ভুলে গিয়ে দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগ করার জন্য সরকারি কর্মচারীদের প্রতি আহবান জানান। বঙ্গবন্ধু সরকারি কর্মচারীদের নিজেদের মনিব মনে না করে জনগণের মনে করার জন্য উপদেশ দেন। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে বিভিন্ন সরকারি বিভাগ মন্ত্রী দফতর ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের প্রধানদের এক সমাবেশে বক্তৃতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু উপরোক্ত আহবান জানান। সভায় মন্ত্রী পরিষদের সদস্যগণও উপস্থিত ছিলেন। সাড়ে ৭ কোটি মানুষের নয়নমণি শেখ মুজিবর রহমান সরকারি কর্মচারিদের উদ্দেশ্যে বলেন, আপনারা এ দেশের মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করুন এবং দেশের স্বার্থকে সবকিছুর উর্দ্ধে স্থান দিন। বঙ্গবন্ধু আরো বলেন, গত ৯ মাসে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বর্বর পাকিস্তানবাহিনীর হাতে অবর্ণনীয় নির্যাতন ভোগ করেছে। পাকিস্তানবাহিনীর নির্যাতন, অত্যাচার ও হত্যাকান্ডের হাত হতে বাংলাদেশকে মুক্ত করার জন্য সমগ্র জাতি রুখে দাঁড়িয়েছিলো। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার জন্য বাঙালি জাতি যে ত্যাগ স্বীকার করেছে বিশ্বের ইতিহাসে এর কোনো তুলনা নেই। প্রধানমন্ত্রী সরকারি অফিসারদের বাংলাদেশ স্বাধীন হবার পর নতুন জাতি গঠনের কাজে নিজেদের দায়িত্ব সম্পর্কে সজাগ থাকার আহবান জানান। বঙ্গবন্ধু বলেন, তার সরকারের নীতি হবে এ দেশের অগণিত দরিদ্র সাধারণ এবং যেসব মুক্তিযোদ্ধা নিজেদের রক্ত দিয়ে এ দেশকে স্বাধীন করেছে তারা যাতে স্বাধীনতার ফল ভোগ করতে পারে তার নিশ্চয়তা বিধান। তিনি আরো বলেন, শুধু ক্ষমতার জন্যই আওয়ামী লীগ সরকার গঠন করে নাই। তিনি জানান, তারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এও মনে রাখতে হবে যে, একটি বিপ্লবের মাধ্যমেই দেশ স্বাধীন হয়েছে। জরুরী ভিত্তিতে দেশ গঠনের উদ্দেশ্যে বিপ্লবী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী অফিসারদের লক্ষ্য করে বলেন, দেশ চরম অবস্থার দিকে অতিবাহিত হচ্ছে, এবং লক্ষ লক্ষ অসহায় ও দরিদ্র মানুষের মঙ্গলের জন্য সরকার যুদ্ধকালীন জরুরী ভিত্তিতে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ। প্রধানমন্ত্রী জানান, তার সরকারের নীতি হবে গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এবং স্বাধীন ও জোটবিহীন পররাষ্ট্রনীতি। প্রধানমন্ত্রী কর্মচারিদের প্রতি কোন অন্যায় করা হবর না বলে আশ্বাস দেন। কিন্তু যারা আন্তরিকতা ও সততার সাথে কাজ করবেন না তাদেরকে সসম্মানে চাকুরি থেকে চলে যেতে বলা হবে বলে তিনি মন্তব্য করেন। বঙ্গবন্ধু আরো জানান, যে সব অফিসার প্রকাশ্যে ও সরাসরিভাবে স্বাধীনতা সংগ্রামের দিনে পাকিস্তানিবাহিনীর সহযোগিতা করেছেন, তাঁদের চাকুরি ছাড়তে হবে। ১

রেফারেন্স: ১ ফেব্রুয়ারি ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!