You dont have javascript enabled! Please enable it!

দেশের কাউকে অনাহারে মরতে দেয়া হবে না

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী শ্রী ফণিভূষন মজুমদার গত সোমবার ঢাকায় দৃঢ় কন্ঠে ঘোষনা করেন যে, দেশের কাউকেই অনাহারে মরতে দেয়া হবে না। তিনি এক সাক্ষাৎকারে জানান যে, আমাদের পর্যাপ্ত পরিমান খাদ্যদ্রব্য না থাকলেও দেশকে দুর্ভিক্ষের কড়াল গ্রাসে যেতে দেয়া হবে না। তিনি জানান যে, ইরি ও বোরো ধান প্রচুর ফলানোর জন্য সরকার সর্বাত্মকভাবে কৃষকদের পাম্পকল সরবরাহ করেছে এবং সুবিধার জন্য পাম্প প্রতি মাসিক দুই ব্যারেল জ্বালানি দেবার ব্যবস্থাও করা হয়েছে। এ ছাড়াও সরকার কৃষকদের মধ্যে ইউরিয়া সার বিতরণ করেছে। এবং ফসল উঠার পর এই সারের মূল্য আদায় করা হবে। তিনি জানান যে, বর্তমানে আমরা যে সমস্ত খাদ্যদ্রব্য আমদানি করে থাকি সে সমস্ত খাদ্যদ্রব্য আমরা ফলাবার চেষ্টা করব। তিনি আরো জানান যে, কৃষি কার্যের সুবিধার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করে সমবায় পদ্ধতিতে চাষবাদ করার ব্যবস্থা করা হবে। তিনি জানান যে, দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য জমির ব্যক্তিগত মালিকানা রদ করতে হবে। তবে সাময়িকভাবে তা নির্ধারিত সীমারেখার মধ্যে করা হবে। ভূমিহীন কৃষকদের ব্যাপারে কি ধরনের ব্যবস্থা নেয়া হবে হানতে চাইলে মন্ত্রী জানান যে, ২৫ বিঘার বেশি জমি যাদের আছে তাঁদের অতিরিক্ত জমি ভূমিহীন কৃষকদের মধ্যে বিতরণ করা হবে। ৩

রেফারেন্স: ১ ফেব্রুয়ারি ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!