You dont have javascript enabled! Please enable it!

আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের দায়িত্ব রয়েছে – রাষ্ট্রপতি

ময়মনসিংহ। রাষ্ট্রপতি বিচারপতি জনাব আবু সাঈদ চৌধুরী আজ এখানে নতুন জাতিকে উন্নতি ও সমৃদ্ধির পথে পরিচালিত করার উদ্দেশ্যে জাতি গঠন ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের গুরু দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন। আজ এখানে ময়মনসিংহ আইনজীবী সমিতির সদস্যদের উদ্দেশ্যে বক্তৃতা প্রসঙ্গে জনাব চৌধুরী বলেন যে, যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতিকে পুনর্গঠিত করার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালানো উচিত। তিনি বলেন, আইনজীবীরা সমাজের সম্মানিত ব্যক্তি, তাদের ওপরই জাতি গঠন এবং আইনের শাসন নিশ্চিত করার গুরু দায়িত্ব রয়েছে। দুই দিনের সফরে রাষ্ট্রপতি এখানে এসে পৌঁছলে পূর্বাহ্নে তাকে আন্তরিক সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। তার সঙ্গে শিক্ষামন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী রয়েছেন। রাষ্ট্রপতি আগামিকাল কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। রাষ্ট্রপতি চৌধুরী বলেন, সরকার জনগণের নিরাপত্তার নিশ্চয়তাবিধান এবং দেশে আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠার দায়িত্ব সম্পর্কে সদা সচেতন রয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার স্বল্পতম সময়ের মধ্যে দেশে সংবিধান প্রণয়ন করেছে। এবং এই সংবিধানেই জনগণের বাক-স্বাধীনতা ও সংবাদপত্রেরে স্বাধীনতার নিশ্চয়তার বিধান রয়েছে। তিনি আরো বলেন যে, সংবিধানের মূলনীতিসমূহের প্রতি শ্রদ্ধা পোষণ করাও শাসন বিভাগের দায়িত্ব। আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন যে, শাসন বিভাগের দায়িত্ব পালনে তাদের সাহায্য করা উচিত।১১১

রেফারেন্স: ৩০ ডিসেম্বর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!