সামগ্রিক উন্নয়নের জন্য সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা দরকার
যোগাযোগ মন্ত্রী জনাব মনসুর আলী দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে উন্নত ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। মন্ত্রী জনাব মনসুর আলী বিকালে বাংলাদেশ রোডস এন্ড হাইওয়ের শ্রমিক ইউনিয়নের অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, সরকারি পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়ন সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থার ওপর নির্ভর করে। হানাদারবাহিনীর ধ্বংসযজ্ঞের কথা উল্লেখ করে জনাৰ মনসুর আলী বলেন, আত্মসমর্পণের পূর্বে তারা ভেবেছিল, যোগাযোগ ব্যবস্থা ভেঙে দিয়ে লাখ লাখ বাঙালিকে হত্যা করবে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে খাদ্য পৌছাতে ও আশ্রয়ের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। যোগাযোগ মন্ত্রী বলেন, বর্তমান সরকার বঙ্গবন্ধুর নেতৃত্বে মাত্র ৯ মাসের মধ্যে দেশের যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করে চক্রান্ত নস্যাৎ করে দিয়েছে।১০৪
রেফারেন্স: ২৮ ডিসেম্বর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ